নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি | লালবাজারের সাইবার ক্রাইম শাখায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে দায়ের এফআইআর |অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা | সূত্রের খবর, একটি ফেসবুক গ্রুপে আলোচনায় ওই অধ্যাপক এই ধরণের হুমকি দিয়েছেন| ছাত্ররাই তাঁর বিরুদ্ধে এফআইআর করে | জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওই অধ্যাপক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ঘিরে আপত্তিকর মন্তব্য করছিলেন সোশ্য়াল মিডিয়ায় | সম্প্রতি ওই হুমকি পোস্ট এক গবেষকের নজরে আসে | এরপরই চাঞ্চল্য ছড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে | ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা | জানা যাচ্ছে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য | অভিযোগকারীদের দাবি, একটি ফেসবুক গ্রুপে আলোচনা চলাকালীন তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত খুনের হুমকি দিয়েছেন | তাঁদের আরও অভিয়োগ, এর আগেও বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে তিনি বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন | কিন্তু এবার সরাসরি ফেসবুক প্ল্যাটফর্মে ওই অধ্য়াপক মুখ্যমন্ত্রীকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছেন | এরপরই হুইচই শুরু হয়। জানা যাচ্ছে ওই অধ্যাপক ওয়েবকুটার সদস্য |অভিযোগকারী তমাল দত্ত ও দেবর্ষি রায়ের বক্তব্য, এই প্রথমবার নয়। ওয়েবকুটার সদস্য ওই অধ্যাপক একাধিক বার এ ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন | ভোটের আগে এরকম একটি মন্তব্য হোয়াটস অ্যাপ গ্রুপে ওই অধ্যাপক করেছিলেন বলে অভিযোগ| ফলে সেটি সে অর্থে প্রকাশ্যে আসেনি | কিন্তু এবার সরাসরি ফেসবুকে এ ধরনের মন্তব্য করায় শুরু হয় হইচই |