Breaking News

রাজ্যে প্রতিদিন তৃণমূল ভাঙছে তার মধ্যে খুশির খবর,তৃণমূল ভবনে এসে যোগ দিলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ও প্রিয়া সেনগুপ্ত

প্রসেনজিৎ ধর :- বিজেপি যখন তৃণমূলের ঘর ভাঙছে তখন তৃণমূলের হেড কোয়ার্টারে এসে তৃণমূলে যোগ দিলেন টলিউডের অন্যতম অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একইসঙ্গে যোগ দেন ইম্পার পরিচিত মুখ পিয়া সেনগুপ্ত। রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন এই দুজন।

এই যোগদান অনুষ্ঠান থেকে কৌশানী মুখোপাধ্যায় বলেন, “আমি যুব সমাজের প্রতিনিধি হয়ে বলছি, আমায় দেখে অনেকে এগিয়ে আসুক। যারা ঘরের ভেতরে দিদিকে সমর্থন করেন। তাঁরা এগিয়ে আসুন।” পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথাও বলেন। শিল্পীরা কাঁটা হয়ে আছেন, দমবন্ধ করা অবস্থা দেশের শিল্পীদের, আমাদের রাজ্যে সে অবস্থা নয়। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুখপাত্র ব্রাত্য বসু বলেন অভিনেতা অভিনেত্রীদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে যেটা আগে হয়নি। মোদি সরকারের আমলে সেটা হচ্ছে। দলের আর এক মুখপাত্র কুনাল ঘোষ বলেন,তৃণমূল এখন মানুষের মহাজোট। গোটা সমাজকে প্রমোট করে তৃণমূল। সমাজের সকল শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষকে তৃণমূল সামনের সারিতে রাখে। একটা কুৎসিত শক্তি বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। এর প্রতিবাদ জানাতে সবাই জোটবদ্ধ হচ্ছেন। পিয়া সেনগুপ্ত বলেন,মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত আমি। মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করবো। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে দেখবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *