Breaking News

দমদম বিমানবন্দরে ফাটল এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা!এতে যাত্রী বা বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকা ফেটে আটকে পড়ল যাত্রীবাহী বিমান| শনিবার দমদম বিমানবন্দরের ট্যাক্সি বে-তে ঘটনাটি ঘটে | তবে এতে যাত্রী বা বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি |শনিবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে পুশব্যাকের পর রানওয়েতে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি খুঁজে পান চালকরা | বিমানটিকে ফের টার্মিনালে ফেরানোর অনুমতি চান তাঁরা | এটিসির অনুমতি নিয়ে টার্মিনালে ফেরার সময় ফেটে যায় বিমানের একটি চাকার টায়ার | সেখানেই দাঁড়িয়ে পড়ে বিমানটি | এয়ারপোর্ট সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া AI402 নম্বর বিমান যখন এ দিন ট্যাক্সি বে থেকে রানওয়েতে গিয়ে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই বিকট আওয়াজ-সহ ফেটে যায় বিমানের চাকা | তীব্র চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে বিপত্তি ঘটেছে বুঝেই কলকাতা বিমান বন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট |এয়ার ইন্ডিয়ার বিমানে সেই সময় হাজির ছিলেন ২২৬ যাত্রী-সহ ২ পাইলট এবং ৮ কেবিন ক্র সদস্য। সকলকেই নিরাপদে নামিয়ে আনা হয় বিমান থেকে | ঘটনায় যদিও যাত্রী বা বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি | তাঁদের নিরাপদে নামিয়ে নিয়ে আসেন বিমানবন্দরের কর্মীরা|
এরপর বিমানটিকে ট্যাক্সি বে থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়| ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে বিমানবন্দরের মূল ট্যাক্সি বে-গুলির একটি | যদিও গোটা ঘটনায় দুশ্চিন্তার কোনও কারণ নেই | কেননা বিমানের যাত্রী-সহ সকল সদস্যরা সুরক্ষিত রয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *