নিজস্ব সংবাদদাতা :-ভোটের মুখে বস্তা ভর্তি পোড়া টাকা উদ্ধার মমতার এলাকা কালীঘাটে। কথায় বলে ” টাকা মাটি, মাটি টাকা”।খাস কলকাতায় কোনো প্রতন্ত্য গ্রাম নয়। কালীঘাট এলাকায় মুখার্জী ঘাটের সিঁড়িতে টাকায় ছয়লাপ । আর তা দেখতেই উৎসুক জনতার ভিড় । ১০ টাকা ২০ টাকা থেকে ৫০০ টাকার ব্যাগ ভর্তি কেউ ফেলে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কিন্তু নোটগুলি অধিকাংশই পোড়া|চাঞ্চল্যকর ঘটনাটি কালীঘাট থানার অন্তর্গত মুখার্জী ঘাটে|
দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘাটের সিঁড়িতে কাদার মধ্যে পরে রয়েছে প্রচুর পোড়া টাকার নোট।স্থানীয় মানুষ রা বস্তা দেখতে পায় তাদের অনুমান বস্তা ভর্তি টাকা কেউ এসে ফেলে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে ওই ধোয়া দেখে তারা ছুটে আসেন ।এসে দেখেন অসংখ্য পোড়া নোট পড়ে রয়েছে। উপস্থিত মানুষেরা মিনিটের মধ্যে পোড়া নোট থেকে যদি কিছু পাওয়া যায় তার জন্য খুঁজতে থাকেন। অনেকেই পোড়া টাকার মধ্যে থেকে কয়েকটি টাকা বেছে নিয়ে সিঁড়ির উপর বাছতে শুরু করে দেন। সেখান থেকেও বেশ কয়েকজন বাছাই করতে থাকে ১০০,২০,১০,৫০- এর নোট ।খবর পেয়ে বসে না থাকে ওই এলাকায় গিয়েছেন পুলিশ আধিকারিকরা।পুলিশের মাথা ব্যথার কারণ নির্বাচনের আগে এত টাকা এভাবে কারা ফেলে গেল? টাকা পুড়লো কি করে।কালো টাকার সঙ্গে এই টাকার কোনও যোগ রয়েছে? এসব বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।