Breaking News

কলকাতা বিমানবন্দরে পাওয়া ধাতু ক্যালিফোর্নিয়াম স্টোন নয়,পরীক্ষা করে জানাল ভাবা রিসার্চ সেন্টার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যালিফোর্নিয়াম স্টোন নয়, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া সামগ্রী অন্য কোনও ধাতু | সেই ঘটনার তদন্তভার নেয় সিআইডি | তারপরেই ধৃতদের কাছ থেকে পাওয়া ধাতুকে পরীক্ষার জন্য ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয় | আর সেখান থেকেই আজ জানানো হয়েছে ধাতু গুলি ক্যালিফোর্নিয়াম স্টোন নয় | তাই কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে সিআইডি | গত বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে ক্যালিফোর্নিয়াম স্টোন পাচারের সন্দেহে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে | ধৃতরা হলেন শৈলেন কর্মকার (৪১) ও অসিত ঘোষ (৪৯)|খাস কলকাতায় এই ভয়ানক সরঞ্জাম পাওয়া যাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় | কলকাতা বিমানবন্দরে ক্যালিফোর্নিয়াম স্টোন পাওয়ায় রাজনীতি শুরু হয় | রাজ্য সরকারকে ক্রমাগত আক্রমণ করতে থাকে বিরোধীরা | যদিও তদন্তের উপর পূর্ণ আস্থা রেখে চলছিল সেই কাজ | আজ ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের তরফে তথ্য জানানোয় অন্য মোড় নিয়েছে এই তদন্ত | গত বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পাওয়া ধাতু নকল | কাউকে ঠাকনোর জন্য বা প্রতারণা চক্র রয়েছে বলে মনে করছে সিআইডি | তাই ধৃত হুগলির দুই বাসিন্দা শৈলেন কর্মকার ও অসিত ঘোষ দু’জনকে অন্য বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *