Breaking News

নারদ কাণ্ডে রেহাই নেই, এবার চার নেতা-মন্ত্রী সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদ কাণ্ডে চার্জশিট পেশ করল ইডি |চার্জশিটে নাম রয়েছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্চার | নারদ কাণ্ডে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ফের তদন্তের আর্জি জানিয়েছেন ইডি আধিকারিকরা | জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জাকে ফের তলব করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে | তবে বাকি তিনজনকে চার্জশিট পাঠানো হবে বিধানসভার স্পিকারের মাধ্যমে | নারদকাণ্ডের জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তারা | দীর্ঘ লড়াইয়ের পর শর্তসাপেক্ষ জামিন পেলেও রেহাই নেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের | এবার তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি | বাদ যাননি আইপিএস অফিসার এসএমএইচ মির্জাও | সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে সমন পাঠানো হবে বিধানসভার স্পিকারের মাধ্যমে | আর বাকী দু’জনের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যেই সমন জমা পড়ে গিয়েছে | ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ কাণ্ডের ভিডিও | ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে| তারপর হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই | পরবর্তীতে তদন্তভার পায় ইডিও | নারদা-চার্জশিট প্রতিক্রিয়া দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ | এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “শুভেন্দু অধিকারীকেও প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে | তাঁর বিরুদ্ধে সিবিআই-র এফআইআর রয়েছে| এসব কি ইডি দেখতে পায় না”? তাঁর অভিযোগ, “প্রমাণ হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সিবিআই, ইডি-র ভয় দেখিয়ে লোককে দলে টানছে | যাঁদের মেরুদণ্ড নেই, জুতো চাটে, তাঁরা ইডি-র ভয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন | শুভেন্দু কেন বাদ যাচ্ছেন”?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *