Breaking News

অর্থ খরচ ও বরাদ্দ নিয়ে রাজ্যকে প্রশংসার চিঠি পাঠাল কেন্দ্র!

দেবরীনা মণ্ডল সাহা :- কিছুদিন আগেই বাংলার বাড়ি প্রকল্পে বঙ্গের কাজের ভূয়সী প্রশংসা করে চিঠি এসেছিল কেন্দ্রের তরফে | আজ আরও একধাপ এগিয়ে রাজ্যের অর্থ খরচ ও বরাদ্দ নিয়ে প্রশংসামূলক চিঠি এসেছে কেন্দ্রের তথা দেশের ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (প্রশাসন) রাহুল কুমার-এর কাছ থেকে | এদিন নবান্নে অর্থ সচিবের কাছে এই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রের সচিব | চিঠিতে বলা হয়েছে, অতিমারী কালে অর্থাত্‍ ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য ১০০ শতাংশ টাকা খরচ করেছে | কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নজরদারি চালায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল | কেন্দ্রের দেওয়া অর্থ ও রাজ্যের আয়ের অর্থ ঠিকমতো খরচ হল কিনা তার ভিত্তিতেই রিপোর্ট বানায়| যাতে ২০২০-২১-এর অর্থবর্ষে ঠিকঠাক প্রায় ১০০ শতাংশ খরচ হয়েছে বলে জানিয়েছে চিঠিতে | অনলাইন থেকেই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, যার ভিত্তিতে এই চিঠি এসেছে আজ নবান্নে | চিঠির একটি অংশে লেখা রয়েছে, ‘২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রাপ্তি ও বরাদ্দ অর্থ খরচের ১০০ শতাংশ তথ্য পাওয়া গিয়েছে | সব তথ্যই এসেছে অনলাইনের মাধ্যমে | কোভিড সংক্রমণের সময়েও একাধিক অসুবিধার মধ্যে চলেছে সরকারি কাজ| তা সত্ত্বেও স্বচ্ছতার সঙ্গে সব কিছু করা সম্ভব হয়েছে, যা প্রশংসনীয়|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *