দেবরীনা মণ্ডল সাহা :- প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা | মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত সিদ্ধার্থ | সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড | প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিগ বস ১৩-র বিজেতার | অন্ধেরির অ্যাপার্টমেন্টে মায়ের সঙ্গে থাকতেন সিদ্ধার্থ | এদিন সকালে ঘুম থেকে উঠেননি সিদ্ধার্থ, এরপর ডাকাডাকি করেও সাড়া না মেলায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | কুপার হাসপাতালের চিকিৎসকেরা জানান মৃত অবস্থাতেই সিদ্ধার্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল | ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা | মুম্বইয়ের জেভিয়ার্স স্কুল থেকে পড়াশুনো শেষ করে, ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে প্রথমে কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ | তবে অভিনেতা হওয়ার ইচ্ছেটা সিদ্ধার্থের ছিল প্রথম থেকেই | কিশোর বয়স থেকেই অল্প স্বল্প মডেলিংও করেছেন সিদ্ধার্থ| আর সেই সূত্রেই টেলি ধারাবাহিকে আসা |
এরপর বেশ কয়েকটি মেগা সিরিয়ালে অভিনয় করে | তারই মধ্যে বালিকা বধূ সিরিয়ালে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অভিনেতা | ঝলক দিখলা যা সিক্স, ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি সেভেন সহ একাধিক রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ | রিয়ালিটি শো বিগ বসের হাত তাঁর জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছায় | বিগ বস ১৩-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ | বিগ বসের ঘরে তাঁর আর শেহনাজ গিলের প্রেমে মজেছিল দর্শক | সম্প্রতি বিগ বস ওটিটির ঘরেও অতিথি হিসাবে এসেছিল এই জুটি | তবে শুধু ছোটপর্দা নয়, ২০১৪ সালে করন জোহরের প্রযোজনায় হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের সঙ্গে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ | অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল|| শোকজ্ঞাপন রাজনৈতিক মহলের | টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী | টুইটে তিনি লেখেন, “সিদ্ধার্থ শুক্লার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সমবেদনা | এত কম বয়সে তাঁর অকাল প্রয়াণ বার্তায় গোটা দেশে হতবাক|”