দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরসভার কার্যালয়ে আচমকা আগুন, লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন লাগে | ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকলের কর্মীরা | আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই খবর|উপস্থিত কর্মীরা জানান, পুরসভার লাইসেন্স বিভাগের জানলা, দরজা দিয়ে আচমকাই ধোঁয়া দেখা যায় | দ্রত ছড়িয়ে পড়ে আতঙ্ক | দেখা যায়, ধোঁয়ায় ঢেকেছে গোটা বিভাগ | তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে পুলিশ কর্মীরাও | দমকল সূত্রে খবর, লাইসেন্স বিভাগের একটি পাখা থেকেই আগুন লাগে | প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে | আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে |আগুন নেভানোর কাজে প্রথমে পুরসভার কর্মীরাই হাত লাগায় | পরে দমকলের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনে | এক কর্মী জানান, সিলিং পাখার মধ্যেই কোনও সমস্যা হয়েছিল| সেখান থেকেই আগুন ছডি়য়ে পড়ছিল তবে খুব বেশি আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ওই বিভাগের কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল | তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই | সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে | কিন্তু ওই ডিপার্টমেন্টে বহু মূল্যবান নথি রয়েছে | সেক্ষেত্রে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন পুরসভার লাইন্সেস বিভাগের কর্মীরা | তবে এমন ঘটনায় পুরসভা চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য |