প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে জল্পনার অবসান | রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন | আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহন হবে, ভোট গণনা ৩ অক্টোবর | ভবানীপুরে ছাড়াও ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে| এদিন ভোট ঘোষণার পর থেকেই ভবানীপুর কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে প্রচার | আর সেই কারণেই আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী | রবিবার থেকে এক সপ্তাহের উত্তরবঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল তাঁর | সূত্রের খবর, শনিবার রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সেই সফর তিনি বাতিল করলেন |
প্রসঙ্গত, ৫ নভেম্বরের মধ্যে ভোটে জিতে না আসতে পারলে মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হত | কারণ তিনি গত ৫ মে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন | একুশের নির্বাচনে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তিনি হেরে যান | ফলে তাঁকে অবিলম্বে বিধায়ক হতে হবে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে। আগেই জানা গিয়েছিল ভবানীপুর থেকে তিনি উপনির্বাচনে লড়বেন | কমিশন ভোট ঘোষণা করে দেওয়ায় স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে | উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল| মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল | ঠিক ছিল, ৬ অগাস্ট, সোমবার থেকে কলকাতা থেকে উত্তরবঙ্গ রওনা দেবেন তিনি | ফিরবেন ৯ অগাস্ট| উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক-জেলার প্রশাসনিক কর্তাদের ভার্চুয়াল মিটিং, তিনদিনের সফরে ঠাসা কর্মসূচি ছিল মমতা বন্দোপাধ্যায়ের |কিন্তু সেই সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী | নবান্ন সূত্রে খবর, ভোটের আগে আর কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চান না তিনি | ভোটে মিটলে যাবেন উত্তরবঙ্গ |