Breaking News

ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ‘ঘরের মেয়ে’ মমতার নামে হোডিং ভবানীপুরে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উপনির্বাচনের দিন ঘোষণা হতেই ভবানীপুর আসনে মমতার নামে হোর্ডিং টাঙানো শুরু হয়ে গেল | তৃণমূলের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শনিবার মমতার ছবি সম্বলিত হোর্ডিং টাঙানো হয় | সূত্রের খবর পুরানো কেন্দ্র ভবানীপুর আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে লড়ার কথা রয়েছে | আরও একবার পশ্চিমবঙ্গের নির্বাচনী পরীক্ষায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আর উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই ভবানীপুরে শুরু হয়ে গেছে তৃণমূল কর্মীদের তোড়জোড়| এদিকে তৃণমূল সূত্রে খবর, বিগত দিনে ভবানীপুর আসন থেকেই দাঁড়াতেন মমতা বন্দ্যোপাধ্যায়| এলাকায় উন্নয়নও ব্যাপকভাবে হয়েছে| তবে এবার তিনি নন্দীগ্রাম আসন থেকে দাঁড়িয়েছিলেন | কিন্তু তিনি সেখানে পরাজিত হন | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াশুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়াই করেন | খুব কম ব্যবধানে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী |তবে এবার ভবানীপুরের প্রচারের হোর্ডিংয়ের একেবারে মাথায় বড় বড় করে লেখা থাকছে ‘ঘরের মেয়ে ভবানীপুরে’ |
আসলে ভবানীপুরের মাটিতে ‘ঘরের মেয়ে, কাছের মানুষ’ এই ইমেজটাই তুলে ধরতে চাইছে দল | নীল সাদা হোর্ডিংয়ে লেখা হয়েছে, ‘ভবানীপুর কেন্দ্রে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করুন |’আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন | এদিকে হাতেও আর বেশিদিন সময় নেই | করোনা পরিস্থিতির মধ্যে ভোট করানো নিয়ে নানা বিধি মেনে চলার ব্যাপারেও বলা হচ্ছে | পাশাপাশি আগামী ৩রা অক্টোবর ভোট গণনা হবে | প্রসঙ্গত, একুশের নির্বাচনে নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায় | সব মিলিয়ে পুজোর আগেই পরিষ্কার হয়ে যাবে ভবানীপুর আসন এবার কার দখলে যাচ্ছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *