Breaking News

হাওড়ার জগৎবল্লভপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় চলছে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি!

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- হাওড়ার জগৎবল্লভপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে | সেখানে দেখা গেল থিমের আকারে লক্ষীর ভান্ডার এর ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে | বাড়ির মহিলারা এখন ব্যস্ত ফর্ম ফিলাপে | রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে রাজ্যের প্রত্যেকটি জেলায় ‘দুয়ারে সরকার’ শিবিরে হাজির বাড়ির মহিলারা | সেইরকমই হাওড়ার জগৎবল্লভপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে| সেই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধান বিধায়ক সহ বিভিন্ন নেতা-নেত্রীরা | সেখানে অভিনব কায়দায় দেখা গেছে কোথাও জীবন্ত লক্ষ্মী প্রতিমা বসিয়া ফ্রম দেওয়া হচ্ছে |
আবার কোথাও দেখা যাচ্ছে থিমের আকারে কর্মসূচি চলছে | বাংলার গৃহবধূদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলবে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প |

স্থায়ী রোজগার নেই এমন ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলারাই এই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন | পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন | এই স্কিমের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন| অর্থাৎ বছরে ৬ হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন| বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *