প্রসেনজিৎ ধর :- এবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় | সঙ্গে জল্পনা উস্কে তিনি বলেন, ‘আরও কিছু ঘটবে |’ ছিল ৭৭ | চার মাসের ব্যবধানে সেটাই কমে দাঁড়াল ৭১-এ | সৌমেন রায়ের তৃণমূলে যোগদানের ফলে আপাতত বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭১ | শনিবার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান করেন সৌমেন | তারপর বলেন, ‘আমার মন, হৃদয় তৃণমূলেই ছিল | বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি সংস্কৃতি মেলে না | মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার ঘরের ঘরে উন্নয়ন চলছে, তাতে সামিল হতেই তৃণমূলে ফিরে এসেছি |’ সঙ্গে যোগ করেন, ‘মাঝে যে সময়টটুকু ছিলাম না, সেটা আমার ভুল| আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম| আমি কখনও বিজেপি করিনি|’
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সৌমেন| বিজেপির টিকিটে কালিয়াগঞ্জ থেকে জেতেনও| কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের পর ‘মোহভঙ্গ’ পর্ব শুরু হয় | গত জুনে উত্তর দিনাজপুর জেলার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর সৌমেনের তৃণমূল-যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল | যদিও সেই সময় সৌমেন দাবি করেছিলেন, ভুলবশত গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি | তাতে অবশ্য জল্পনায় ইতি পড়েনি | সেই জল্পনা যে বাস্তব ছিল, তার প্রমাণ শনিবার মিলল| সূত্রের খবর, যেদিন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন, সে দিনই সৌমেন রায়েরও তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল | তৃণমূলে শামিল হয়ে সৌমেন বলেন, “আমি ছাত্রজীবন থেকেই তৃণমূলে আছি | ঘটনাচক্রে আমি বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করি | কিন্তু আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল|”