Breaking News

কয়লাকাণ্ডে জোর তৎপরতা ইডির! কলকাতার একাধিক সংস্থার অফিসে হানা ইডির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শনিবার দেখা গেল কয়লাকাণ্ডের তদন্তে একেবারে জোর তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)| শনিবার সকালে আচমকাই কলকাতার মল্লিক বাজার ও ডালহৌসির দুটি অফিসে হানা দেন সংস্থার আধিকারিকরা| এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায় | সূত্রের খবর দিল্লি থেকে আসা আধিকারিকরাও ওই টিমে রয়েছেন | ওই অফিস দুটির মধ্যে একটি স্টিল কোম্পানির ও অপরটি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত | তদন্তকারী আধিকারিকরা ওই অফিসের কর্মীদের বেরতে নিষেধ করেন | সংস্থার ডিরেক্টরদেরও জেরা করা হতে পারে | সূত্রের খবর, ইডির তিনটি দল শহরের একাধিক অফিসে তল্লাশি চালাচ্ছেন | সূত্রের খবর, এই দুই সংস্থার সঙ্গে কয়লা পাচারের যোগ ছিল বলে মনে করা হচ্ছে | এই দুই সংস্থার মাধ্যমে কয়লা পাচারের বিপুল টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেত বলে সন্দেহ করা হচ্ছে | তবে এই সংস্থার অফিসের হিসাবপত্র, পুরানো অ্যাকাউন্ট এগুলি যাচাই করেন ইডি কর্তারা বলে জানা গেছে | কয়লাকাণ্ডের সঙ্গে যুক্ত কেউ এই অফিসে যাতায়াত করতেন কি না সেটাও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা | প্রসঙ্গত, কয়েকদিন ধরেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | ডায়মন্ডহারবারের তৃণমূল সংসদ অভিষেক বন্দোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে কয়লা পাচার নিয়ে দিল্লিতে তলব করেছিল ইডি | যদিও করোনা সংক্রমণের কারণে তাঁরা এখনই যেতে পারবেন না বলে পাল্টা জানিয়ে দিয়েছেন | অপরদিকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও আগামী ১৪ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে | এর মধ্যেই খাস কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানোর খবর এল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *