Breaking News

থানার কোয়ার্টারের মধ্যেই উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- থানার পাশের ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ | ঘটনার জেরে শোরগোল পড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায় | সেখানেই কেশপুর থানা ভবনের পাশেই থাকা পুলিশ ব্যারাকেই এদিন উদ্ধার হয় সঞ্জীব চৌধুরী নামে ওই পুলিশকর্মীর দেহ | তিনি এসআই পদে কর্মরত ছিলেন | পুরুলিয়ার বাসিন্দা সঞ্জয়বাবু সম্প্রতি বিষ্ণুপুর থেকে বদলি হয়ে মেদিনীপুরে এসেছেন | সেখানেই নিজের পরিবার নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন তিনি|পুলিশের প্রাথমিক অনিমান অবসাদের জন্যই আত্মঘাতী হয়েছেন সঞ্জয়বাবু | তবে তাঁর স্ত্রী ঈপ্সিতা চৌধুরীর অভিযোগ, সঞ্জয়বাবুকে খুন করা হয়েছে| মৃত পুলিশ আধিকারিকের পরিবার জানিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা সঞ্জয় চৌধুরী এসআই পদে কর্মরত ছিলেন| সম্প্রতি বিষ্ণুপুর থেকে বদলি হয়ে মেদিনীপুরে এসেছেন | সেখানেই নিজের পরিবার নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন তিনি| শুক্রবার রাতে, তিনি তাঁর নিজের কোয়ার্টারেই ছিলেন| কিন্তু, সঞ্জীবের স্ত্রী ও সন্তান ছিলেন তাঁর শ্বশুরবাড়িতে | ফলে, কোয়ার্টারে একাই ছিলেন সঞ্জীব | রাত এগারোটা পর্যন্ত নিজের স্ত্রীর সঙ্গে ফোনেও কথা হয় তাঁর এমনটাই জানিয়েছে পরিবার | মৃত পুলিশ কর্মীর পরিবারের অভিযোগ, সঞ্জীব আত্মহত্যা করেননি, বরং তিনি খুন হয়েছেন| তাঁর মৃত্যুর নেপথ্যে বিষ্ণুপুরের এক সহকর্মী যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ|মৃত সঞ্জীবের স্ত্রী ঈপ্সিতা চৌধুরী বলেন, “আমার স্বামী আত্মহত্যা করতে পারেন না | আমি মাথা গরম মানুষ, কিন্তু আমার স্বামী নন| তাঁকে খুন করা হয়েছে | আমি বিশেষভাবে কারোর নাম করব না | আমার সঙ্গে কাজের ব্যাপারে কোনও সমস্যা হলে আলোচনা করতেন | শুক্রবার রাত এগারোটা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা হয়েছে | আমার ভাইয়ের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে | তাই আমি ছেলেকে নিয়ে এখন বাপের বাড়িতে রয়েছি | আমার স্বামীকে খুন করা হয়েছে। বিষ্ণুপুরের এক এসআই এই ঘটনায় যুক্ত থাকতে পারেন | আগে যখন আমার স্বামী বিষ্ণুপুরে কর্মরত ছিলেন তখন ওই এসআইয়ের সঙ্গে বেশ কয়েকবার অশান্তি হয়েছিল | তারপরেই বদলির অর্ডার নেন আমার স্বামী | এখানে এসেও সেই এসআই পিছু ছাড়েননি হয়ত | তিনি এই ঘটনায় যুক্ত থাকতে পারেন|”মেদিনীপুর পুলিশ জানিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে | প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন সঞ্জীব | কেশপুরের পুলিশ কর্মীর এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *