দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শহরে ভেঙে পড়ল পুরানো, জীর্ণ চারতলা বাড়ির একাংশ | কলকাতার বড়বাজারের বাবুলাল লেনেই ছিল বাড়িটি | আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল বাড়িটিকে | কিন্তু শরিকি বিবাদে বাড়ি সংস্কার হয়নি বলে অভিযোগ | ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে জখম এক বৃদ্ধা | তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| বর্তমানে তিনি সুস্থই রয়েছে | যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ |স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৩টে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পরিত্যক্ত অংশটি | এদিকে অল্পের জন্য রক্ষা পান প্রতিবেশী এক বৃদ্ধা | তিনি ধ্বংসস্তুপের মধ্যেই আটকে পড়েছিলেন | প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে | ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে আসে| স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা ওই বৃদ্ধাকে কোনওরকমে উদ্ধার করে | তবে তিনি ভাগ্যক্রমে বড় কোনও আঘাত পাননি | তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তবে গোটা ঘটনায় ফের কলকাতা শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে | বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে | কেন বিপজ্জনক বাড়িটিকে এতদিন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই ঘটনার পর সে বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা|বড়বাজারের বাবুলাল লেন বেশ ঘিঞ্জি| দুর্ঘটনাটি ভোররাতের পরিবর্তে দিনের ব্যস্ত সময়ে ঘটলে বিপদ আরও ভয়াবহ রূপ নিত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই |