নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যু ঘটনায় তৎপর সিআইডি | রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৫ সিআইডি অফিসারের একটি টিম |জানা গিয়েছে, সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে| সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার যদি শুভেন্দু অধিকারী হাজিরা না দেন, তাঁকে ফের তলব করা হবে | এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা | তাঁদের বয়ানের ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর | রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৩ পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করেছেন তদন্তকারীরা| প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর | সেই মামলার প্রায় তিন বছর পর গত জুলাই মাসে তদন্তের দাবি তুলে এফআইআর দায়ের করেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী | কীভাবে তাঁর স্বামীর মৃত্যুর হল তা নিয়ে সঠিক তদন্তের দাবিতে এফআইআর করেন সুপর্ণা | তাঁর এফআইআরেই তিনি প্রশ্ন তুলেছিলেন, ঘটনার দিন অ্যাম্বুলেন্স আসতে কেন দেরী হয়েছিল? সেটা কী ইচ্ছাকৃত? সেই এফআইআরের সূত্র ধরেই ঘটনার তদন্তে নামে সিআইডি | তার জেরে শুভেন্দু আগেই জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে | সেই সঙ্গে সিআইডি তদন্ত আদৌ নিরপেক্ষ হবে না, এই আশঙ্কা ব্যক্ত করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন যাতে এই ঘটনার তদন্ত সিআইডি’র পরিবর্তে তা যেন সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় | যদিও সেই মামলা নিয়ে আদালত এখনও পর্যন্ত কোনও রায় দেয়নি | সিআইডি-ও হাত গুটিয়ে বসে থাকেনি| ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেছেন | শুভব্রতর পরিবারের বয়ান রেকর্ড করেছেন | শুভব্রতর তৎকালীন সহকর্মী তথা শুভেন্দুর বাকি দেহরক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন | এবার তাঁরা তলব করলেন শুভেন্দুকে | সূত্রের খবর, এক এএসআই শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন | তাঁর কাছেই মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন ওই দেহরক্ষী | সেই এএসআই-এর বয়ান সিআইডি-র অন্যতম হাতিয়ার |