Breaking News

কামারহাটিতে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে সাগরদত্ত হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৬৮, মৃত ২!

প্রসেনজিৎ ধর :- বর্ষার মাঝেই ডায়েরিয়ার বাড় বাড়ন্ত | উত্তর ২৪ পরগণার কামারহাটি এলাকায় ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ বহু মানুষ|কামারহাটিতে ৫ টি ওয়ার্ডে লাফিয়ে বাড়ছে অসুস্থের সংখ্যা | ইতিমধ্যেই মৃত্যু ২ জনের | চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকদের |সাগর দত্ত মেডিক্যাল কলেজে শয্যার অভাব | পেট ব্যাথা, বমি ও দুর্বলতা নিয়ে ভর্তি হয়েছেন বহু মানুষ | যার মধ্যে মৃত্যু হয়েছে ২ মহিলার| তাই চিন্তা বাড়ছে চিকিৎসকদের | কামারহাটি পুরসভার তরফে প্রতি ওয়ার্ডে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হচ্ছে ও জল ফুটিয়ে খেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে | গুরুতর অসুস্থ হয়ে সাগর দত্ত মেডিক্যালে ৯ জন ভর্তি বলে খবর | ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছে ৬৮ জনকে| ডায়েরিয়ার প্রকোপ বেশি কামারহাটির ১,২,৩ ও ৫ নম্বর ওয়ার্ডে |
মনে করা হচ্ছে, জলের কারণেই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এই পরিস্থিতি | কেএমডিএ না কামারহাটি জুট মিলের জল থেকে সংক্রমণ? তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দিকে নজর দিয়েছে প্রশাসন | করোনা পরিস্থিতির মাঝে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে স্থানীয়রা | কামারহাটির পুর প্রশাসক গোপাল সাহা জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জল থেকেই এই রোগ ছড়িয়েছে | সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়েছে | এক রাতে দু’ জনের মৃত্যু হয়েছে | অবস্থা সামাল দিতে স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে | পরিশ্রুত পানীয় জলের ট্যাংক পাঠানো হয়েছে | জলের নমুনা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করা হয়েছে| কামারহাটির মানুষের কাছে আবেদন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন |” কিন্তু এই মুহূর্তে কামারহাটি এলাকায় ডায়েরিয়ার প্রকোপ নিয়ে চিন্তিত প্রশাসন | তাই বিশেষ কমিটি গড়ে পর্যালোচনা গড়ার কথা ভাবছে পুরসভা | কিন্তু আপাতত দ্রুত এই সমস্যার সমাধান করে কিছু একটা সুরাহা করতে চাইছে প্রশাসন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *