Breaking News

প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান, বিদ্যুতের বিলে ৫০% ছাড়,পুজোয় একাধিক ঘোষণা রাজ্য সরকারের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবছরও প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার | সেইসঙ্গে প্রতিটি কমিটির বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে, এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী |মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক হয় | করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে পুজো হবে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব এবং প্রশাসনিক কর্তারা| তিনি জানান, রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে | তবে ঢিলেমি দিলে চলবে না|পুজো কমিটিগুলিকে বাধ্যতামূলকভাবে করোনা-বিধি মেনে চলতে হবে | তাছাড়া প্রতিবারের মতো পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার |বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হবে ৫০ শতাংশ | পুজোর লাইসেন্স ফি পুরোপুরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব| নবান্ন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৬,০০০ টি ক্লাবের পুজো নথিভুক্ত করা আছে | কলকাতায় নথিভুক্ত পুজোর সংখ্যা ২,৫০০ | মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ১,৫০০ | সেই পুজো কমিটগুলিকে আর্থিক অনুদান প্রদান করা হবে|পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আপাতত কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | যেগুলি মুখ্যসচিব আপনাদের জানিয়ে দিয়েছেন | ভোটের পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে বাকি সিদ্ধান্ত নেবে রাজ্য | মমতা বলেন, সরকার সমস্ত রকম পদক্ষেপ করছে | নিশ্চিন্তে পুজো করুন|
সরকার মানুষের পাশে আছে | তবে সকলকেই মাস্ক পরতেই হবে | যত বেশি মাক্স ব্যবহার করতে পারবেন, তত বেশি সচেতনতা বাড়বে | এরপরই তিনি পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বলেন, গতবারের মতো এবারও মণ্ডপের মধ্যে মাস্ক বিলির ব্যবস্থা করুন | পাশাপাশি ক্লাব চত্বর স্যানিটাইজ করতে হবে | ওই সময় নাইট কার্ফু জারি থাকবে কিনা অথবা ঠাকুর দেখায় বিধিনিষেধ থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে ভোটের পর বলে জানান মুখ্যমন্ত্রী | তিনি বলেন, এখনও পুজোর বাকি অনেকদিন | হাতে সময় আছে। ভোটের পর সবদিক বিবেচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত | তবে বিসর্জন হবে ১৫ থেকে ১৮ অক্টোবরের মধ্যে | এবার কার্নিভাল হবে কিনা সেটা নিয়েও সিদ্ধান্ত ভোটের পর হবে |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *