Breaking News

‘ক্লাবগুলিকে অনুদান বিধিভঙ্গ নয়’, বিজেপির আনা অভিযোগ খারিজ কমিশনে,বিধিভঙ্গ করেননি মমতা, জানিয়ে দিল কমিশন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার পরও মুখ্যমন্ত্রী এবং ভবানীপুরের প্রার্থী মমতা বন্দোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারি ঘোষণা করেছেন, যা নিয়ে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল বঙ্গ বিজেপি | দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য | এই ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি | সূত্রের খবর, তাঁদের সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কমিশন | পাল্টা চিঠিতে কমিশন জানিয়ে দিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কোনও আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেননি | কারণ তিনি এখনও মনোনয়নপত্র জমা দেননি | বঙ্গ বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার সাংগঠনিক সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া গিয়েছিলেন নির্বাচন কমিশনে | সেখানে শিশির বলেন, “নির্বাচন কমিশনের কাছে আমরা বিধিভঙ্গের অভিযোগ করেছি | পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হচ্ছে | এর মধ্যে আড়াই হাজার পুজো কমিটি কলকাতায় আছে | নির্বাচনী বিধিভঙ্গ করে এই টাকা দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে |” এই বিষয়ে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও যাবে বলেও জানিয়েছিল | তবে তাদের এহেন অভিযোগকে পাত্তা দিতে নারাজ কমিশন | কমিশনের যুক্তি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মনোনয়ন পেশ করেননি | কিন্তু তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তাই সরকারি অনুষ্ঠানে থাকতেই পারেন | অপরদিকে, দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান প্রসঙ্গে বিজেপির অভিযোগের জবাবে কমিশন জানিয়ে দিয়েছে, এটা নতুন ঘোষণা নয় | আগে থেকেই চালু ছিল এই প্রকল্প | তাই বিধিভঙ্গ হয়নি | তবে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য সরকার | সূত্রের খবর, এ নিয়ে স্বরাষ্ট্রসচিবের কাছে ব্যাখ্যা তলব করা হতে পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *