দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গোটা বিশ্বের কাছে এখন মূল চিন্তার বিষয় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের করোনার নতুন রূপ | যা দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুত গতিতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে | ভারতে এখনও আসেনি করোনার তৃতীয় তরঙ্গ তবে আছড়ে পড়বে শীঘ্রই | তাই সবরকম বিধিনিষেধ মানা হচ্ছে | তাই বাদ যায়নি রাজ্য | বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে এবং বৎসোয়ানা | ইতিমধ্যে ব্রিটেন এবং ব্রাজিল থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ধার্য হল নিয়ম| এই সাতটি দেশ থেকে রাজ্যের বিমানবন্দরে নামলে যাত্রীদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করা হবে | এমনই সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার |
টিকার ডোজ সম্পূর্ণ হয়ে গেলেও পরীক্ষা করতে হবে | স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেছেন, ‘সাতটি দেশ থেকে আগত যাত্রীদের এখানে পৌঁছে করোনার জন্য আরটি-পিসিআর টেস্ট করতে হবে | পুরোপুরি টিকাকরণ হয়ে গেলেও বা বিমানে ওঠার আগে নেগেটিভ রিপোর্ট থাকলেও করতে হবে আরটি-পিসিআর টেস্ট|’ তিনি জানান, কেন্দ্রের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | ঠিক হয়েছে, বিমানবন্দরেই আরটি-পিসিআর টেস্ট করা হবে | সেজন্য যাত্রীদেরই দিতে হবে টাকা | বিনামূল্যে কেউ করোনা পরীক্ষা করতে চাইলে, তাহলে তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউটে পাঠানো হবে | গোটা বিশ্বে যখন করোনা নিয়ন্ত্রণে ঠিক তখনই ফের বাইরে বেড়িয়েছে করোনার এই নতুন ডেল্টা প্লাসের প্রজাতি | যার ফলে সমস্যায় পড়ছে বিশ্ব | টিকার ডোজও কাজ করছে না | তাই রাজ্য সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে করোনাকে আটকানোর |