Breaking News

করোনায় প্রয়াত রাজ্যের স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী, ভ্যাকসিন বন্টনের দায়িত্বে ছিলেন তিনি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রশাসনিক কর্তার | করোনা ভাইরাসের শুরু থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন | তিনি রাজ্য স্বাস্থ্য–পরিবহণ দফতরের আধিকারিক গৌতম চৌধুরী (৫৬) | প্রকৃত কোভিড যোদ্ধা ছিলেন তিনি। কারণ গোটা রাজ্যের করোনা টিকা আনা, রাজ্যজুড়ে টিকা বন্টন এবং তা যাতে সর্বস্তরে পৌঁছয় তার ব্যবস্থাও করেছিলেন তিনি | সরাসরি এই মহামারীতে নেতৃত্ব দিচ্ছিলেন গৌতমবাবু | নিজেও টিকার প্রথম ডোজ নিয়েছিলেন | তবে শেষ রক্ষা হল না | এখানেই শেষ নয়, ১০২টি অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলেন এই স্বাস্থ্য আধিকারিক | কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি | অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে | তাঁর মৃত্যুতে শোকের ছায়া প্রশাসনিক কর্তাদের মাঝে | রাজ্যে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন গৌতম বাবু | করোনা রুগীদের জন্য বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, সিরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেকের থেকে বাংলায় ভ্যাকসিন আনা, তাঁকে সঠিকভাবে বন্টন করা, এমনই সব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি | তাঁর মৃত্যুতে ধাক্কা খাবে এই পরিষেবাগুলি | স্বাস্থ্য দফতরের ক্ষতি হয়েছে এটা মানছেন তাঁর সহকর্মীরা। করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান ছিল গৌতমবাবুর|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *