Breaking News

বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স পড়ে আমবাগানে,তা নিয়ে কটাক্ষ চাঁচোলের তৃণমূল বিধায়কের!

অভিষেক সাহা, মালদহ :- অ্যাম্বুলেন্স উদ্বোধনের প্রায় এক বছর পরও চালু হল না সাংসদ তহবিলের টাকায় কিনে দেওয়া সেই অ্যাম্বুলেন্স | করোনা কালে সেই অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আমবাগানে| মালদহের ঘটনা | স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জেলার বাসিন্দা কেউই তা ব্যবহার করতে পারছেন না |দ্রুত অ্যাম্বুলেন্স চালুর প্রতিশ্রুতি ক্লাব কর্তৃপক্ষের | তাঁর দিক থেকে কোন ত্রুটি নেই দাবি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর | এইভাবে অ্যাম্বুলেন্স পড়ে থাকা নিয়ে কটাক্ষ করেছেন চাঁচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ | তবে দ্রুততার সঙ্গে এই পরিষেবা চালু করার জন্য তিনি প্রশাসনকে জানাবেন | যদিও পাল্টা এলাকার বাসিন্দাদের প্রশ্ন, ক্লাবের হাতে কেন দেওয়া হল ওই অ্যাম্বুলেন্স? পরিষেবা দিতে অক্ষম জেনেও কেন সেই অ্যাম্বুলেন্স কেড়ে নেওয়া হবে না তাঁদের কছ থেকে?প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু |

পরে তিনি তাঁর সংসদীয় তহবিল থেকে চাঁচোলের একটি ক্লাবকে ৩৭ লক্ষ টাকা দামের একটি অ্যাম্বুলেন্স কিনে দেন | কিন্তু উদ্বোধনের পর একদিনও মানুষকে পরিষেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্সটি | এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমলেও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে কোনও হেলদোল নেই | এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ| আর তার জেরেই সামনে এসেছে অ্যাম্বুলেন্স নিয়ে বড়সড় গরমিলের অভিযোগ | সাংসদের দাবি, তিনি আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন। কিন্তু ক্লাবের সদস্য জয়ন্ত কুমার প্রামাণিক জানিয়েছেন, ওই অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ পরিষেবা না থাকায় তা চালু করা সম্ভব হয়নি | আর এখানেই সরব হয়েছেন নীহারবাবু| বিধায়কের দাবি, সাংসদ ৩৭ লক্ষ টাকা দুয়ে আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন বলে দাবি করছেন | আবার ক্লাবকর্তার দাবি সেই সুবিধা নেই। তাহলে কার দাবি সঠিক? গত এক বছরেরও বেশি সময় ধরে ওই অ্যাম্বুলেন্সটি আমবাগানে পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে | সাংসদ কেন খোঁজ নেবেন না তাঁর সংসদীয় তহবিল থেকে কিনে দেওয়া অ্যাম্বুলেন্স মানুষকে পরিষেবা দিতে পারছে কী পারছে না | অ্যাম্বুলেন্সটিতে যদি আইসিইউ সুবিধা না থেকে থাকে তো অত টাকা কার পকেটে ঢুকলো? অ্যাম্বুলেন্স কেনার যে বিল সেই বিলে গরমিল রয়েছে বলে অভিযোগ বিধায়কের|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *