Breaking News

ইয়াস-এর ক্ষয়ক্ষতি দেখতে দক্ষিণ ২৪ পরগণায় কেন্দ্রীয় প্রতিনিধি দল! পূর্ব মেদিনীপুর যাবেন আগামীকাল

দেবরীনা মণ্ডল সাহা :- ইয়াস-এর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বাংলায় রবিবার রাতেই এসে পৌঁছেছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল | নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র দফতরের জয়েন্ট সেক্রেটারি | প্রথমে ঠিক হয়েছিল সোমবার একটি দল দক্ষিণ ২৪ পরগণা ও অপর দলটি পূর্ব মেদিনীপুর জেলার ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবে | কিন্তু পরে সেই সিদ্ধান্তে বদল হয় ও ঠিক হয় এদিন প্রতিনিধি দল দুটি টিমে ভাগ হয়ে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগণার ইয়াস বিধ্বস্ত এলাকাগুলিও পরিদর্শন করবে | পূর্ব মেদিনীপুর তাঁরা আগামিকাল যাবেন | বুধবার কলকাতা সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করে তাঁরা দিল্লি ফিরে যাবেন | সেই মতো এদিন সকালে কেন্দ্রীয় প্রতিনিধিদল দুইভাগে ভাগ হয়ে রওনা দিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার পথে | একটি দল যাচ্ছে হেলিকপ্টারে, অন্যটি সড়কপথে | এদিন সকাল ১০টার সময় কেন্দ্রীয় প্রতিনিধিদলের একটি টিম কলকাতা থেকে সড়কপথে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছায় | সেখান থেকে ১০.৪৫ মিনিট নাগাদ তাঁরা হেলিকপ্টারে করে পাথরপ্রতিমার উদ্দেশে রওনা দেন | পাথরপ্রতিমার ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ওই দলটি হেলিকপ্টারে করেই গোসাবা যাবে| সেখানে পরিদর্শন শেষে দুপুর ২টো নাগাদ তাঁরা মধ্যাহ্নভোজ সেরে জেলার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক কবেন বলে সূত্রের খবর | সেখানেই তাঁরা জেলার ইয়াসে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব নেবেন | তারপরে তাঁরা হেলিকপ্টারে করেই কলকাতায় উদ্দেশে ফিরে আসবেন | কেন্দ্রীয় প্রতিনিধি দলের অপর টিমটি এদিন সকাল ৯.৩০টা নাগাদ কলকাতা থেকে সড়কপথে গদখালির দিকে রওনা দেয় | সেখানে পৌঁছে তাঁরা গোসাবা পৌঁছবেন | ইয়াসের জন্য গোসাবায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা তাঁরা ঘুরে দেখবেন | এরপর বেলা ২টো নাগাদ তাঁরা গোসাবায় প্রথম দলটির সঙ্গে যোগ দেবেন ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক তথা মধ্যাহ্নভোজ সেরে কলকাতায় ফিরে আসবেন | কেন্দ্রীয় বাহিনী তাঁদের ৩দিনের সফর শেষে একটি রিপোর্ট কেন্দ্রের হাতে তুলে দেবে| মূলত সেই রিপোর্টের ওপরেই নির্ভর করবে ইয়াস বিধ্বস্ত এলাকার জন্য বাংলার হাতে কত টাকা তুলে দেবে কেন্দ্র | নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার এই প্রতিনিধি দল দিল্লিতে ফেরার আগে নবান্নে এসে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে একটি বৈঠক করবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *