Breaking News

রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু, ৯৮ শতাংশ ছুঁল সুস্থতার হার!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের রাজ্যে কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ | পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এদিন ৮০০ পার করেছে সংক্রমণ | তবে এদিন উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যুর সংখ্যা| গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার ৬ | স্বস্তি মিলছে বটে কিন্তু পুরোপুরি মিলছে না | নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বাড়ল | সেই সঙ্গে আগের দিনের তুলনায় পজিটিভিটি রেট অর্থা‍ৎ নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও অনেকটা বেড়েছে| গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন | আর পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক ৬০ শতাংশে | তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার | রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে|বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৪ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে | এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৫২ লক্ষ ৮৩ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা করা হলো |

নয়া নমুনা পরীক্ষায় আরও ৮৬৯ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে | এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৫ লক্ষ ২০ হাজার ৪৬৮ জন | পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ শতাংসে | তবে দৈনিক সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু হ্রাস পেয়েছে | এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ১৮ হাজার ২৭ জন|’ রাজ্যে করোনার সঙ্গে লড়াইয়ে জয়ীর সংখ্যা অবশ্য আশার আলো জাগাচ্ছে সুস্থতার হার| স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় প্রাণগাতী ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ৯৮১ জন | এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৪ লক্ষ ৯০ হাজার ৫০ জন| সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮ শতাংশে। একদিনে আরও ১১৮টি অ্যাকটিভ কেস কমেছে | যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১ জনে রাজ্যে দৈনিক সংক্রমণে অবশ্য শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগণা | সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং| ওই জেলায় আরও ৭৫ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে | কলকাতা মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *