নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিধাননগরের সেক্টর ফাইভে ফের ধরা পড়ল কল সেন্টারের নামে প্রতারণাচক্র | প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৮ জন |মঙ্গলবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে পেশ |সোমবার রাতে হানা দিয়ে এরকম ২টি কল সেন্টারের খোঁজ পেয়েছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ | পুলিশ সূত্রে খবর, বিদেশি নাগরিকদের কম্পিউটার সারিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার কারবার চলছিল ওই ২ কল সেন্টার থেকে | বিধাননগর সাইবার ক্রাইম থানা খবর পেয়ে সোমবার রাতে বিধাননগর সেক্টর ফাইভের ডিএন ব্লকে হানা দেয়| ২টি কল সেন্টার থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ | এছাড়া বেশ কিছু মোবাইল, হার্ড ডিস্ক, ল্যান্ড ফোন এবং নথি উদ্ধার করেছেন আধিকারিকরা |মঙ্গলবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় |এই চক্রের সঙ্গে বড় কোনও ব্যক্তির যোগ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান | এই চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ | প্রসঙ্গত, বিধাননগর সেক্টর ফাইভে এর আগেও কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্র চালানোর অভিযোগ এসেছে |