Breaking News

লিলুয়ার হোমে নাবালিকা নির্যাতনের ঘটনায় স্মারকলিপি অগ্নিমিত্রা পলের ,দোষীদের উপযুক্ত শাস্তির দাবি

প্রসেনজিৎ অধিকারী:- লিলুয়ার সরকারি হোমে নাবালিকার উপর অত্যাচারের ঘটনায় এবার দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল | এ বিষয়ে শনিবার স্মারকলিপিও জমা দেন তিনি | এদিন হাওড়ার অতিরিক্ত জেলা শাসক এর সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি জমা দেন | স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অভিযোগ করেন, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী দাবি করেছিলেন যে অভিযুক্ত তিনজন মেয়ে হোমে ছিল না, অথচ তাঁর দাবি গত ১৬ ই ডিসেম্বর ওই কিশোরী যখন হোমে আসে তখন অভিযুক্ত ওই তিনজন মেয়ের সঙ্গে একই ঘরে ছিলেন | এ ব্যাপারে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন মিথ্যাচার করছেন বলে এদিন অভিযোগ করেন অগ্নিমিত্রা পল |

তাঁর আরও অভিযোগ কিশোরীর ওপর নির্যাতনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোম কর্তৃপক্ষ, তবে বিজেপি এর শেষ দেখে ছাড়বেন বলে মন্তব্য করেন তিনি | প্রসঙ্গত, হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে অত্যাচারের অভিযোগ ওঠে ১৬ বছর বয়সী এক নাবালিকার উপর | অভিযোগ ছিল শারীরিক নিগ্রহের পাশাপাশি সেফটিপিন দিয়ে ওই হোমের তিন দিদি ওই নাবালিকার হাতে তাদের নাম লিখতেও বাধ্য করেছে | বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার | এই ঘটনার তদন্ড চলছে | শনিবার স্মারকলিপি জমা দিতে এসে মুখ্যমন্ত্রীকেও একহাত নিলেন অগ্নিমিত্রা পল | এই সরকার মিথ্যা কথার উপর চলছে বলেও অভিযোগ করেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *