দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই দফতরে গেলেন না রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া | নাগাড়ে বৃষ্টির জেরে তাঁর কেন্দ্রে বানভাসী অবস্থা | তাই মানুষের স্বার্থই আগে দেখতে হবে |পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে | সে কথা জানিয়ে দিয়েছেন তিনি সিবিআই আধিকারিকদের | আর তাই তিনি হাজিরা দিতে পারছেন না | তিনি এই মর্মে চিঠি দিয়ে হাজিরা এড়ালেন মানস ভুঁইয়া, সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে |
আজ দুপুর ১২টায় মানস ভুঁইয়ার হাজিরা দেওয়ার কথা ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে | আইকোর মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই | সিবিআই সূত্রের খবর, আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গিয়েছিল| অনুষ্ঠানে মঞ্চে বক্তৃতাও দিয়েছিলেন তিনি | ফলে আইকোর কর্তার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, কোনও আর্থিক লেনদেন ছিল কি না এই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই | সিবিআই এর দাবি, তাঁদের কাছে একটি ভিডিও ক্লিপ আছে | সেই সূত্র ধরেই রাজ্যের সেচমন্ত্রী তথা সবংয়ের তৃণমূল বিধায়ককে জেরা করতে চাইছে তারা| প্রসঙ্গত, ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর সংক্রান্ত মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল সিবিআই | গত সপ্তাহেই তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল | কিন্তু তিনিও ভোটের কাজে ব্য়স্ত থাকায় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন সিবিআইকে | এরপরই শিল্পভবনে তাঁর অফিসে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা | এবার হাজিরা এড়ালেন আরেক মন্ত্রী মানস ভুঁইয়া | এবার তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সিবিআই, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের তবে এদিন হাজিরা না দেওয়ায় মানস ভুঁইঞার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সিবিআই, সেদিকে নজর সংশ্লিষ্ট মহলের |