দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের আগুন | আপাতত ‘কুলিং প্রসেস’ চালাচ্ছে দমকলের ১০ টি ইঞ্জিন | সেইসঙ্গে বাড়ির দোতলা এবং তিনতলায় আরও কোনও ‘পকেট ফায়ার’ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে|
বিধ্বংসী আগুনে বাড়ির পিছনের অংশ ভেঙে পড়েছে| সামনের অংশটিও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে কাজ করা হচ্ছে | কাজ করতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী বলে খবর | এদিকে, চারতলা বাড়িটিতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে এত দীর্ঘ সময় লাগল, এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা| সোমবার ১১ নম্বর কলুটোলা স্ট্রিটে অত্যন্ত ঘিঞ্জি এলাকায় অবস্থিত একটি চারতলা বাড়িতে আগুন লেগে যায়| সকাল ১১ টা নাগাদ বাড়ি থেকে ধোঁয়া থেকে বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা | খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন | একটা সময় দমকলের ২২ টি ইঞ্জিন আনা হয়| তাতেও কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না | কিন্তু গভীর রাতে ফের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় | মঙ্গলবার সকালে দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কয়েকটি জায়গায় ‘পকেট ফায়ার’ রয়ে গিয়েছে, সেগুলি নেভানোর কাজ চলছে| আরও কোনও ‘পকেট ফায়ার’ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে | তবে সব জায়গায় এখনও পৌঁছাতে পারেনি দমকল বাহিনী | তাপের কারণে বিভিন্ন জায়গায় ফাটল ধরা পড়েছে |
বহুতলের কয়েকটি অংশ ভেঙে পড়েছে | তারই মধ্যে আবারও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য ‘কুলিং প্রসেস’ চালানো হচ্ছে |বহু বছরের পুরনো এই বাড়িতে একদিনে যে পরিমাণ জল ঢালা হয়েছে তাতে আরও ভারি হয়ে গিয়েছে | ইট, প্লাস্টার সব মিলিয়ে বাড়িটির ওজন বেড়ে গিয়েছে | ফলে দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকেই যায় বাড়িটিকে ঘিরে | তাই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বাড়িটি |