Breaking News

দুর্গাপুজোর সময় ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এবার বাড়তি পরিষেবা!প্রকাশিত নতুন সময়সূচি

প্রসেনজিৎ ধর,কলকাতা :- দুর্গাপুজোর দিনগুলিতে বাড়িয়ে দেওয়া হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও | তাই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত বাড়তি মেট্রো পরিষেবা মিলবে পুজোর চারটি দিন | আজ বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ |মেট্রো রেল সূত্রে খবর, সপ্তমী, অষ্টমী এবং নবমী তিনদিন ইস্ট-ওয়েস্ট রুটে মোট ৬০টি মেট্রো চলবে | এখন সারাদিনে ৪৮টি মেট্রো চলে | সুতরাং পুজোর দিনে ১২টি মেট্রো বেড়ে যাবে | এমনকী এই তিনদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে মেট্রো| আর দশমীর দিন মেট্রোর সময়সূচিতে একটু বদল করা হয়েছে| ওইদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে | তবে কোভিড বিধি মেনে মেট্রোয় চলাচল করতে হবে যাত্রীদের | মাস্ক ছাড়া মেট্রোয় নো-এন্ট্রি | এই বাড়তি পরিষেবায় খুশি যাত্রীরা | মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই ট্রেন বাড়িয়ে দিলে অত্যন্ত ভিড় হওয়াটা ঠেকানো যাবে | ট্রেনগুলি একটু ফাঁকা ফাঁকা থাকবে | তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে| এই চারদিন ৩০ মিনিটের বদলে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো | কোনও টোকেন দেওয়া হবে না | স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *