নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দমদম পার্কে মণ্ডপসজ্জায় জুতোর ব্যবহার নিয়ে ওঠা অভিযোগের শুনানিতে বিশেষ অবকাশকালীন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব| নবমীর দিন শুনানি হবে মামলাটি | দমদম পার্কের ওই পুজোয় মণ্ডপসজ্জায় জুতোর ব্যবহারে ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি সহ বেশ কয়েকটি সংগঠন | এবার ভারতচক্রের দুর্গাপুজো মণ্ডপ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক | পুজো মণ্ডপ সাজানো হয়েছে জুতো দিয়ে | আর এই নিয়েই ঘোর আপত্তি রাজনৈতিক দলগুলির একাংশের | দমদম পার্ক ভারত চক্রের এবারের থিম, ‘ধান দেব না, মান দেব না’ | আর মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন কৃষক আন্দোলনের চিত্র | তাতেই একাংশে ব্যবহার করা হয়েছে জুতো | উদ্যোক্তাদের দাবি, মণ্ডপসজ্জায় জুতোর ব্যবহার প্রতীকি। কৃষকদের সংগ্রামের কাহিনী ও পায়ে পায়ে তাদের অভিযানকে ফুটিয়ে তুলতে জুতোর ব্যবহার | তেভাগা আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, কৃষক আন্দোলনকে তুলে ধরা হয়েছে মণ্ডপে| কিন্তু এই যুক্তি মানতে নারাজ সনাতনপন্থীদের একাংশ | এই জুতোর মণ্ডপ ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ | আর এরই মধ্যে গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে | নবমীর দিন অর্থাৎ, ১৪ অক্টোবর ভারতচক্রের জুতো দিয়ে সাজানো পুজো মণ্ডপ সংক্রান্ত বিষয়ে উঠবে কলকাতা হাইকোর্টে | কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসছে নবমীতে | তবে ভারতচক্রের এই পুজোমণ্ডপ সংক্রান্ত বিতর্ক কোন বিচারপতির এজলাসে উঠবে তা এখনও নির্ধারিত হয়নি| মণ্ডপের জুতো ষষ্ঠীর আগে খুলে ফেলার অনুরোধ করেছিল বিজেপি | কিন্তু তাতে কর্ণপাত করেননি উদ্যোক্তারা। | তার পর উদ্যোক্তাদের আইনি চিঠি ধরিয়েছেন জনৈক ব্যক্তি | বিষটি গড়িয়েছে আদালতের দোরগোড়ায় | যার শুনানি হবে নবমীতে |