Breaking News

মহা অষ্টমীতে আর.জি.কর হাসপাতালে আন্দোলন তুঙ্গে, অসুস্থ আরও এক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ মহা অষ্টমীতেও আর জি করে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন চলছে।মহা অষ্টমীতে তাঁদের আন্দোলন ১০ দিনে পড়ল | অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলছে পড়ুয়াদের অনশন | হাসপাতাল চত্ত্বরে বসেই চলছে আন্দোলন, স্লোগান | দুর্গাপুজোর সময় এই আন্দোলন বিরল বলেই অনেকে মনে করছেন | বেশ কিছুদিন ধরেই এখানে নানা দাবিতে অচলাবস্থা চলছে | আর পুজোর মধ্যেই আর জি কর হাসপাতালে নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা | আজ দেখা গেল আন্দোলনরত পড়ুয়ারা প্রতীকী অঞ্জলি দিয়ে অনশন শুরু করলেন | অনশনরত পড়ুয়াদের স্ট্রেচারে শুইয়ে মিছিল করেন | মিছিলে স্লোগানে, গানে, প্ল্যাকার্ড হাতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তাঁরা | তারপর ক্যাম্পাস চত্ত্বরে বসে আওয়াজ তোলেন তাঁরা |এমনকী এই অনশন আন্দোলন করতে গিয়ে রাজকুমার নামে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে খবর | পড়ুয়াদের অনশন চলাকালীন অধ্যক্ষ যেভাবে কলেজ ছেড়ে চলে যান, তা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে | যদিও এই নিয়ে দুই পক্ষের দুই রকম বক্তব্য শোনা যাচ্ছে |

হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের বক্তব্য যেভাবে সারা রাত আটকে রাখা হয়েছিল অধ্যক্ষকে | তারপর সকাল হতে তিনি বেরিয়ে যান | তারপর যেভাবে পড়ুয়াদের একাংশ অধ্যক্ষকে পিছনে তাড়া করেছিল, তারও নিন্দা করেছে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ| অন্যদিকে আন্দোলনরত পড়ুয়াদের বক্তব্য, অধ্যক্ষ যেভাবে অনশনের মাঝে বেরিয়ে গিয়েছেন হাসপাতাল থেকে, সেটাও অধ্যক্ষসুলভ আচরণ নয়| আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, গত ৯ অগস্ট বৈঠকে বসতে চেয়ে অধ্যক্ষের কাছে যাই | কিন্তু আমাদের সঙ্গে বৈঠক করতে না চাওয়ায় আমরা অবস্থানে বসতে বাধ্য হই | পরে আমাদের আশ্বাস দেওয়া হয়, দাবিদাওয়া নিয়ে বৈঠক হবে | কিন্তু তা হয়নি | হোস্টেল-সহ নানা দাবি তাঁকে বলা হয়েছে | কিন্তু উনি শুনতেই রাজি নন | তাই আজ অনশন করতে হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *