দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল ‘বুর্জ খলিফা’ দর্শন | করোনার মাঝেই দর্শকদের চাপে কার্যত অবরুদ্ধ হয়েছে বিধাননগর | মূল কারণ একটাই সবার লক্ষ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব | তাই পুলিশ, দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হবে ‘বুর্জ খলিফা’ | ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে | গোটা কলকাতায় সমস্ত ভিড়টাই একা টেনেছে বিধাননগরের ‘বুর্জ খলিফা’|দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ঘিরে মানুষের ঢল এত বাড়ছিল যা সামলানো হিমশিম খেয়ে যাচ্ছিল পুলিশ |
অষ্টমীর মধ্যরাত থেকেই ঘোষণা করে দেওয়া হয়, নবমী থেকে শ্রীভূমির পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ | সেই মতো সকাল থেকেই কাউকেই সেভাবে মণ্ডপের সামনে দেখতে পাওয়া যায়নি | যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বেশিরভাগই উদ্যোক্তা আর হাতে গোনা কয়েকজন আবাসিক| শ্রীভূমির পুজো মণ্ডপের সামনে আবাসিকরা ছাড়া আর কোনও দর্শনার্থীদের নবমীর সকালে দেখা যায়নি | বেসরকারি নিরাপত্তারক্ষী আর পুলিশ মোতায়েন রয়েছে | পুজো মণ্ডপে মোট তিনটি প্রবেশ ও বাহির পথ রয়েছে | একটা ঘোলাকাটার দিক থেকে, একটি কেষ্টপুর, আরেকটি ভিআইপি এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে | সব কটি প্রবেশ পথেই পুলিশ পিকেট বসানো হয়েছে | আবাসিকরা পরিচয়পত্র দেখিয়ে তবেই মণ্ডপে প্রবেশ করতে পারছেন | নবমীতেও দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও সদুত্তর দেননি পুলিশ কর্তারাও| অষ্টমীতে মাঝরাত গড়ানোর পরই সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় | উচ্চপদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে দমকলমন্ত্রী তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত বসু জানিয়ে দেন, নবমী থেকে কোনও দর্শনার্থী শ্রীভূমি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না | তবে পুজোর অনান্য উপাচার স্বাভাবিক নিয়মেই চলবে |