Breaking News

ডিভাইডারে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়লেন দুই যুবক, একাদশীর সকালে বাইপাসে মর্মান্তিক ঘটনা, মৃত ১!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- এবার ইএম বাইপাস লেকটাউনগামী সেতুতে হল মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনা | আর তার ফলে মৃত্যু হয়েছে একজন যুবকের | আহত হয়েছেন আরও এক যুবক | তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে খবর | পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি | বাইক থেকে ছিটকে পড়েন দুই যুবক | রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তাঁরা | পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান | চিকিৎসকরা শচীন ওঝাকে মৃত বলে ঘোষণা করেন| অপর আরোহীর নাম দেবাঞ্জন পাল | তিনিও দমদমের বাসিন্দা | আশঙ্কারজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি | শচীন ওঝার বাড়ি ভদ্রেশ্বর থানা এলাকায় | ঘটনাস্থলে পৌঁছন লেকটাউন থানার পুলিশ | উল্লেখ্য, দশমীর দিন রাতেও ইএম বাইপাসে গাড়ি উল্টে যায়| তবে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি | এখানেও অ্যাপ ক্যাব বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা মারে | আর একাদশীর সকালেই ঘটল মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনা| পঞ্চমীর রাতেও দুর্ঘটনা ঘটে চিংড়িহাটা এলাকায় | সেখানেও রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে মোটরবাইকটি | তাতে যুবকের দেহ ও মুণ্ড আলাদা হয়ে যায় | এই পরপর সেতুর দুর্ঘটনা নিয়ে চিন্তিত পুলিশও | চিংড়িঘাটা উড়ালপুল থেকে নেমে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় এই স্পিড লিমিটার অমিল |এই রাস্তাটি আবার বিধাননগর কমিশনারেটের অধীনে | এখানে প্রায় চার কিলোমিটার রাস্তায় স্পিড লিমিটার নেই বলেই অভিযোগ | সেতুর উপর দুর্ঘটনা যেন কিছুতেই থামছে না | সেটা মা উড়ালপুল হোক বা লেকটাউনের সেতু |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *