দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- একাদশীতে দুপুরে খাওয়া-দাওয়া চলাকালীন মল্লিকবাজারের এক নামী রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড | শনিবার কলকাতার এক নামী রেস্তরাঁয় ভরদুপুরে খাওয়াদাওয়া চলাকালীন অগ্নিকাণ্ড | মল্লিক বাজারের নামী ‘সিরাজ’ রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় |দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা| সুরক্ষার স্বার্থে হোটেলের গ্রাহকদের সবাইকে নিরাপদে বের করে দেওয়া হয় | বড় রাস্তার ধারেই অবস্থিত রেস্তোরাঁটি | অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে রেস্তোরাঁর বেশ কিছুটা অংশ | এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয় | কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা | ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের | ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফের বিশেষ দলও | দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে| রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, রান্নাঘরে কোনও যান্ত্রিক গোলযোগে আগুন লেগেছে | দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে | তবে রেস্তোরাঁর ভিতর ঢেকে যায় কালো ধোঁয়ায় | পাখা চালিয়ে সেই ধোঁয়া বার করার চেষ্টা চলে | দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে | নতুন করে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই| কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত হবে | পুজোর রেশ কাটার আগেই এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে| দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে রান্না করার সময় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে |