Breaking News

হিন্দিতে সুইসাইড নোট! বালিগঞ্জের সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু,জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বালিগঞ্জের সেনা ক্যাম্পের জঙ্গল থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার | পাশেই পড়েছিল একটি সুইসাইড নোট,যেটি হিন্দিতে লেখা, যদিও নোটটি তিনিই লিখেছেন কি না, তা এখনও স্পষ্ট নয় | ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ | পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক গারাগাদ | বাড়ি কর্ণাটকে | গতকাল রাতে সেনা ক্যাম্পের জঙ্গল থেকে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ | দেহের কাছ থেকে মিলেছে হিন্দিতে লেখা সুইসাইড নোট | পুলিশ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই জওয়ানের উত্তরবঙ্গে কর্মরত ছিলেন | বদলির পর ৫ অক্টোবর কলকাতায় আসেন | সুইসাইড নোটটি কার লেখা খতিয়ে দেখছে পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের নাম অশোক গারাগাদ, বাড়ি কর্ণাটকের বেলাগামে | দিন কয়েক আগেই উত্তরবঙ্গ থেকে বদলি হয়ে কলকাতায় এসেছিলেন বছর ছত্রিশের ওই জওয়ান | শুক্রবার অর্থাৎ দশমীতে বেলায় ডিউটি ছিল তাঁর | কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি ডিউটিতে যোগ দেননি| ফলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন ক্যাম্পের জওয়ান ও অন্যান্য কর্মীরা | কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি প্রথমে| অবশেষে রাতে সেনা ক্যাম্পের জঙ্গলে মধ্যেই অশোকের ঝুলন্ত দেহটি দেখতে পান তাঁরা | তার দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল | জওয়ানের ঝুলন্ত দেহ দেখামাত্র খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায় | হিন্দিতে লেখা সুইসাইড নোটটি পরীক্ষা করা হচ্ছে | জওয়ানের হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে | তাতে লেখা রয়েছে, তা অবশ্য জানানো হয়নি তদন্তের স্বার্থে | এদিকে খবর দেওয়া হয়েছে অশোকের পরিবারকে | জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর অন্যান্য জওয়ানকেও | সম্প্রতি বদলি হয়ে কলকাতায় এসেছিলেন অশোক | তাঁর রহস্যজনক মৃত্যুর পিছনে বদলি সংক্রান্ত কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *