নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে নৃশংস হত্যাকাণ্ড | একটি বাড়ির দুটি তল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে | নিহতদের ঘাড়, কব্জি, পায়ে ধারাল অস্ত্রের ক্ষত রয়েছে | উদ্ধার করা হয়েছে নিউ টাউনের বাসিন্দা সুবীর চাকীর মৃতদেহ | অন্যদিকে, তাঁর গাড়ি চালকের দেহ মেলে বাড়ির দোতলা থেকে | পৈত্রিক সম্পত্তি বিক্রির কথা চলছিল | বাড়ি বিক্রির বিষয়ে কাউকে সম্পত্তি দেখানোর কথাও ছিল | সেই সূত্রেই গাড়ির চালক রবীন মণ্ডলকে নিয়ে নিউটাউন থেকে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের পৈত্রিক বাড়িতে রবি বিকালে এসেছিলেন বছর ৬২-এর সুবীর চাকি বলে খবর | কিন্তু সন্ধ্যার পর থেকেই বন্ধ হয়ে যায় দুইজনেরই মোবাইল | সুবীরবাবু ও রবীনের বাড়ির লোকেরা সারা রাত ধরে অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে খবর দেন গড়িয়াহাট থানায় | সোমবার ভোরে পুলিশ সেই সূত্রেই হাজির হয় গড়িয়াহাট থানা এলাকার ৭৮ এ কাঁকুলিয়া রোডের বাড়িতে | আর সেখানেই তিনতলা থেকে সুবীরবাবু ও দোতলা থেকে রবীন মণ্ডলের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন তাঁরা | প্রাথমিকভাবে পুলিশের ধারণা কেউ বা কারা মারধরের পরে দুইজনের হাত ও পায়ের শিরা কেটে দিয়ে তাঁদের খুন করেছে | ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকেরাও | ঘটনার তদন্তে নেমে পুলিশের ধারণা সম্পত্তিগত বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে | পুলিশ জানতে পেরেছে রবিবার বিকালে ওই বাড়িতে সম্পত্তি বিক্রি নিয়ে আলোচনার জন্য কাউকে ডাকা হয়েছিল | তবে তিনি কে তা জানা যায়নি। বিরোধী পক্ষের নাকি কোনও ক্রেতা বা প্রমোটার তাও জানা যায়নি |গাড়ির চালক রবীন মণ্ডলের ভূমিকা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে। তাঁদের ধারনা রবীন এই ঘটনায় জড়িত | গড়িয়াহাটের মতো খাস এলাকায় জোড়া খুনের ঘটনায় কিছুটা হলেও শহরের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল|