প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুবাই থেকে দমদম বিমানবন্দরে আসা একটি বিমানের দু’টি সিটের নীচ থেকে মিলল ৩০টি সোনার বিস্কুট, যার বাজারমূল্য প্রায় ৮৭ লক্ষ টাকা | পাচারের উদ্দেশ্যেই সোনার বিস্কুটগুলি নিয়ে আসা হয়েছিল বলেই মনে করা হচ্ছে | যদিও কারা এই পাচারের সঙ্গে যুক্ত তা জানা যায়নি | গোপন সূত্রে আগে থেকে শুল্ক দফতরের কাছে খবর ছিল, ইন্ডিগো–৬ই২৮ বিমানটির ১৭ ও ১৮ নম্বর সিটের নীচে সোনা লুকিয়ে আনা হচ্ছে | বিমানটি বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে অবতরণ করতেই তল্লাশি শুরু করে শুল্ক দফতরের আধিকারিকরা | পাচারের উদ্দেশ্যে বিমানে করে সোনা কিংবা অন্য কোনও মূল্যবান সামগ্রী বিমানে করে আনার খবর পেলে, তার নাগাল পেতে মূলত দুটি উপায় অবলম্বন করে থাকেন শুল্ক আধিকারিকরা | প্রথমত, দেহ তল্লাশি | দ্বিতীয়ত, ব্যবহার করা হয় স্ক্যানার | বিমানযাত্রীদের যেমন তল্লাশি চালানো হয় দুবাই থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও সেই তল্লাশি চালানো হয় | পাশাপাশি ১৭ ও ১৮ নম্বর সিটের নীচে স্ক্যানারের মাধ্যমে চালানো হয় তল্লাশি | শুল্ক দফতর সূত্রে খবর, মোট ৩০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। বাজারমূল্য ৮৬ থেকে ৮৭ লক্ষ টাকা। সেই সোনা বাজেয়াপ্ত করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে | অন্যদিকে ওই দুই সিটে কারা বসেছিলেন, তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে |