দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বড়দিনের আগের রাতেই শহরে আক্রান্ত পুলিশ | এই ঘটনায় শুক্রবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ | ঘটনাটি ঘটেছে শেক্সপিয়ার সরণি থানা এলাকার থিয়েটার রোডের ধারে একটি বাইট ক্লাবে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাইট ক্লাবে শুক্রবার রাতে অনেক রাত পর্যন্ত মদ্যপান করছিলেন একদল যুবক- যুবতী | সেই সময় তাদের মধযে বচসা শুরু হয় | রাত বাড়লে পরিস্থিতি আরও জটিল হয় | সেই সময় পুলিশকে খবর দেয় নাইট ক্লাব কর্তৃপক্ষ | পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে | নাইট ক্লাব থেকে ওই যুবক- যুবতীদের বের করে দেওয়া হয় | রাস্তায় বেরিয়েও তাদের মধ্যে গণ্ডগোল চলতে থাকে | পানশালার বাইরে রীতিমতো চিৎকার চেঁচামেচি চলে তাদের মধ্যে | নিরাপত্তারক্ষীরাও এগিয়ে এসে বিষয়টিতে বাধা দেওয়ার চেষ্টা করে | শেক্সপিয়র সরণি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামাল দিতে যায় | সেখানে আবারও মধ্যস্থতা করার চেষ্টা করে পুলিশ | হেনস্তা করা হয় পুলিশকে বলে অভিযোগ | অভিযোগ, তখনই পুলিশ কর্মীদের ধাক্কা দেয় ওই মদ্যপ যুবকেরা | এরপরই ৪ জনকে গ্রেফতার করা হয় | ধৃত ৪ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে | প্রসঙ্গত,বড়দিন উপলক্ষে জোরদার করা হয়েছে তিলোত্তমার নিরাপত্তা| পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় নেমেছে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী | বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে | পার্ক স্ট্রিট মোড়ে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির বন্দোবস্ত রয়েছে | এছাড়া নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি | উৎসবের মরশুমে চলছে পুলিশি ধরপাকড় |