Breaking News

নাবালিকা অন্তঃসত্ত্বা!‌গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তার বাবা-মা,অভিযুক্ত জেলে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-যৌন নির্যাতনের জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে | এই পরিস্থিতিতে নাবালিকার গর্ভপাতের অনুমতি চাইল তাঁর বাবা-মা |কলকাতা হাইকোর্টে এই অনুমতি চেয়ে দ্বারস্থ হলেন নাবালিকার পরিবার | এই ঘটনায় নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা | আগামী ৩ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে | তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট | আদালত সূত্রে খবর, বালি নিশ্চিন্দা এলাকার বাসিন্দা ওই নাবালিকা | তাঁর বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা পরিচারিকার কাজ করতেন | একদিন স্থানীয় দুষ্কৃতী মুন্না ধানুকা ১৭ বছরের নাবালিকাকে অপহরণ করে | আর দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ | তার জেরেই ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে | গত ১৩ সেপ্টেম্বর হাওড়া বালি নিশ্চিন্দা থানায় মুন্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ | উত্তরপ্রদেশের লখনৌ শহরের হোটেল থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়, মুন্নাকে গ্রেফতার করা হয় | আদালত মুন্নার জেল হেফাজতের নির্দেশ দেয় | আর ওই নির্যাতিতাকে হোমে পাঠানো হয় | এবার নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে | তখনই গর্ভপাত করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নাবালিকার পরিবার | এই ঘটনা শুনে বিচারপতি রাজাশেখর মান্থা নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন| আদালতকে নির্যাতিতা পক্ষের আইনজীবী জানান, নাবালিকার গর্ভস্থ ভ্রূণের বয়স এখন ২২ সপ্তাহ | গর্ভপাত করাতে চায় পরিবার | এই আবেদন শুনে বিচারপতি হাওড়া জেলা হাসপাতালের সুপারকে নির্দেশ দেন, দ্রুত প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে ওই নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে | এমনকী আগামী ৩ জানুয়ারির মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে | নাবালিকার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিয়ে জানাতে হবে এই পরিস্থিতিতে গর্ভপাত সম্ভব কিনা? রিপোর্ট হাতে আসার পরই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *