Breaking News

কৈখালি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে গ্রেফতার ১,অভিযুক্ত পবন আগরওয়ালের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছরের প্রথম দিনেই ভয়াবহ আগুন লাগে কৈখালির রায়াসনিক কারখানায়| এই ঘটনায় মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল | সেই অভিযোগের ভিত্তিতে রবিবার অবশেষে পবন আগরওয়ালকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ | কৈখালির রঙের কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে দমকল আধিকারিকরা | পাশাপাশি পবনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা জারি করা হয়েছে|বিমানবন্দর থানার পুলিশ সূত্রে খবর, ধৃত পবনকে রবিবারই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে | দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের ১৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে | মৃত্যু হয় নিরাপত্তারক্ষীর | কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও অজানা | সেই কারণ খতিয়ে দেখতে রবিবারই কারখানায় যাচ্ছে ফরেনসিক দল | বিমানবন্দরের পাঁচিল লাগোয় এই রাসায়নিক কারখানা | বিমানবন্দরের এত কাছে কারখানাটি অথচ তাতে দাহ্য পদার্থ মজুত থাকত সেখানে | অভিযোগ, অবৈধভাবে মজুত করা হত সেই সময় রাসায়নিক | কারখানায় ছিল না উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এমনকী, নির্মাণের নিয়ম না মেনেই তৈরি হয়েছিল কারখানাটি | দমকলের তরফে এহেন অভিযোগ পেয়েই মালিক পবন আগরওয়ালকে গ্রেফতার করল পুলিশ| দমকল সূত্রে খবর, ওই কারখানায় বিস্ফোরক মজুত ছিল কি না তা এখনও স্পষ্ট নয়, তবে কোনওরকম কোনও অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না | ফলে আগুন নেভানো সম্ভব হয়নি | পাশাপাশি, ঘনবসতিপূর্ণ এলাকায় কেন কারখানা তৈরি করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে| কার অনুমতিতেই বা এই কারখানা চলছিল, সেই সবদিক খতিয়ে দেখা হবে | অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ | তাঁদের স্পষ্ট দাবি, এভাবে জনবহুল এলাকায় কারখানা হওয়ায় তা নিয়ে বারবার আপত্তি জানিয়েছিলেন সকলে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *