শুভাশীষ চক্রবর্তী, হুগলি :- বুধবার রাতে উত্তরপাড়া থানার কোন্নগর কো-অপারেটিভ ব্যাঙ্ক-এ বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস | প্রসঙ্গত, ২০১৬ সালে মৃত্যু হয় বাবা সুপ্রিয় মুখার্জির | পরে ২০২০ সালের অক্টোবর মাসে সেই ব্যাংকেই চাকরি পাই ছেলে শুভম মুখার্জি|দুবছর চাকরি করার পর হঠাৎ করেই বিনা নোটিসে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় শুভম মুখার্জিকে এমনটাই অভিযোগ শুভমের |
শুভমের আরও অভিযোগ আমাকে কোনো নোটিস দেয়নি | বিনা কারণে আমাকে চাকরি থেকে সরিয়ে দেয় | তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাঙ্ক -এর চেয়ারম্যান মানস রায় আমাকে বলে আর কাজে আসতে হবে না | আমার বদলে আমার মাকে চাকরিতে নেবে কিন্তু আমাকে নেবে না | আমার মা অসুস্থ | কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে মা এই অবস্থায় কি করে কাজে যাবে |’
তাঁর আরও অভিযোগ ‘চক্রান্ত করে আমাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা | আমার মা অসুস্থ থাকায় দুদিন কাজে যাবে তো তিনদিন যেতে পারবে না ওই অজুহাতে আমার মায়ের কাজটাও চলে যাবে আসলে আমাদের কাজ থেকে সরিয়ে চেয়ারম্যান নিজের লোকজন কে কাজে ঢোকাতে চাইছে তাই এই চক্রান্ত |’এই বিষয়ে শুভমের মা রিঙ্কু মুখার্জি বলেন’আমি অসুস্থ আমি কি করে কাজ করবো আমার জায়গায় আমার ছেলে কাজ করবে এটাই আমি লিখিত দিয়ে এসেছিলাম ব্যাঙ্ক -এ | এখন কোনো কারণ ছাড়াই আমার ছেলেকে কাজ থেকে বসিয়ে দিলো এখন আমার চিকিৎসা হবে কি করে?আমাদের সংসার চলবে কি করে?’ এই বিষয়ে ব্যাঙ্ক-এর চেয়ারম্যান মানস রায় বলেন, শুভম ক্যাজুয়াল স্টাফ ছিলো পার্মানেন্ট স্টাফ নয় | আরও অভিযোগ, শুভম ব্যাঙ্ক -এ মদ্যপ অবস্থায় আসতো মানুষের সাথে খুব বাজে ব্যবহার করতো,তাই আমরা ওকে কাজে রাখবো না | ওর বদলে ওর মা কে কাজে রাখবো | আমাদের মানবিক মুখ আছে তাই ওর বাবা কর্মরত অবস্থায় মারা গেছে বলেই কাজে নেবো|’
এই বিষয়ে যুব তৃণমূল নেতা শতদ্রু কর বলেন ‘আমাদের এলাকার যুবক শুভম মুখার্জি দু’বছর ধরে কাজ করছিলো কোনো কারণ ছাড়াই কাজ থেকে বসিয়ে দেয় |তিনি আরও বলেন,আমাদের বিক্ষোভ চলাকালীন উত্তরপাড়া থানার পুলিশ এসে প্রতিশ্রুতি দেয় দুদিনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবে | দুদিন পরেও যদি কিছু না হয় তাহলে শুভমের পরিবারকে নিয়ে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন যুব তৃণমূল নেতা শতদ্রু কর |