Breaking News

ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে হবে মেট্রো স্টেশন, ছাড়পত্র বিশেষ কমিটির!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন তৈরি হলে স্থাপত্যের ক্ষতি হতে পারে | এই কারণে জোকা-বিবাদীবাগ মেট্রো লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে স্টেশন তৈরির বিষয়টি থমকে ছিল | এবার ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়ে ছাড়পত্র মিলল | শুক্রবার সেই ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে | আরভিএনএল সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করার সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনও ফাটল বা বিপত্তি দেখা না দেয়, তার খতিয়ে দেখবেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক এবং ইঞ্জিনিয়াররা | সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের কাছ থেকে ভূগর্ভের সুড়ঙ্গ তৈরির কোনও প্রভাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে পড়বে কিনা তা নিয়ে তথ্য সংগ্রহ করে| মেট্রো সূত্রে খবর, ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন তৈরির বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করা হয় | সম্প্রতি রিপোর্ট পেশ করেছে সেই কমিটি | রিপোর্টে বলা হয়েছে, মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়ার কোনও ক্ষতি হবে না | সেই রিপোর্টের ভিত্তিতেই মেট্রো কর্তৃপক্ষকে স্টেশন তৈরির ছাড়পত্র দিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ | সূত্রের খবর, জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ২০১৬ সালে একটি কমিটি গঠন করা হয় | সেই কমিটিতে ছিলেন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের গবেষকরা | কমিটি বিষয়টি পরীক্ষা করতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে | কৃত্রিম কম্পন সৃষ্টি করে বোঝার চেষ্টা করা হয় মেট্রোর কাজ চললে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যে কোনও প্রভাব পড়বে কি না | পরীক্ষা করার পর কমিটির দাবি, মেট্রোর স্টেশন নির্মাণ হলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না | সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট পেশ করেছে ওই বিশেষ কমিটি | সেই রিপোর্টে বলা হয়েছে মেট্রো রেলের কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না | ইতিমধ্যে ওই কমিটির রিপোর্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ডের তরফ থেকে রেল বিকাশ নিগমকে দেওয়া হয়েছে | মেট্রো সূত্রে খবর, এ ছাড়া কলকাতার অন্যতম দর্শনীয় স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান গেটের সামনে যখন মেট্রো স্টেশন তৈরি করা হবে, সেই সময় গোটা কাজের নজরদারি করবে মেট্রো রেল কর্তৃপক্ষ | একইসঙ্গে এই কাজে নজরদারিতে থাকবে আইআইটি মাদ্রাজও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *