Breaking News

কেকে-এর মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী,প্রধানমন্ত্রী থেকে বিনোদন মহল,গান স্যালুটে বিদায় জানানো হবে কেকে-কে, ঘোষণা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নক্ষত্র পতন, দেশের সঙ্গীতজগতের আরও একটি বিশাল ক্ষতি হয়ে গেল | মঙ্গলবার রাতে কলকাতার বুকেই মৃত্যু হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-এর |বাঁকুড়ার জনসভা থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে’র প্রয়াণে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
তিনি জানান, পরিবারের সঙ্গে কথা হয়েছে | বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পীকে গান স্যালুট দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী | মুখ্যমন্ত্রী বলেন, “কালকে আমরা হারিয়েছি বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভাই কেকে’কে | তাঁর পরিবারের সঙ্গে আমি যোগাযোগ রাখছি | ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি | চেষ্টা করছি যদি শেষবার দেখা যায় | দমদম বিমানবন্দরে তাঁর স্মৃতির উদ্দেশ্যে পুলিসকে দিয়ে গান স্যালুট করাব | তাঁর ওঁর গান আমাদের ছাত্র, যুবদের কাছে খুব প্রিয়| ওঁর অনেক বিখ্যাত গান রয়েছে |”গতকাল শো শেষেই অসুস্থ বোধ করায় দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে | সেখানে পৌঁছানোর পরই গায়ককে মৃত বলে ঘোষণা করা হয় | মাত্র ৫৩ বছর বয়সে গায়কের আকস্মিক মৃত্যুতে, স্বাভাবিকভাবেই শোকে ফেটে পড়েছেন গোটা দেশ | কেকে-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে গোটা বিনোদন ইন্ডাস্ট্রি | টলিপাড়ার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে জিত গাঙ্গুলী | এছাড়াও বলিউডের অক্ষয় কুমার, বিশাল দাদলানি, হর্ষদীপ কৌর, সবাই গায়কের মৃত্যুতে শোকাহত | সবাই কেকের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, “কে কে নামে পরিচিত বিশিষ্ট গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে মর্মাহত | তাঁকে আমরা তাঁর গানের মাধ্যমে সবসময় মনে রাখব | তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা | ওম শান্তি|”

সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি, যিনি কেকে-র সঙ্গে বেশ কয়েকটি গানে কাজ করেছেন, তিনি টুইট করে বলেছেন, “কান্না থামার মতন নয় | তিনি একজন দারুণ মনের মানুষ ছিলেন, কী তুখর কণ্ঠস্বর, কী খোলা মনের মানুষ | কেকে চিরতরে বিদায়!”কেকে-এর কন্ঠে বছরের পর বছর ধরে লিপ মিলিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার | অজস্র গান গেয়েছেন তিনি অক্ষয়ের ছবিতে, টুইট করে নায়ক লিখেছেন, “কে কে-এর মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত৷ কী ক্ষতি! ওম শান্তি|”চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে কেকে-র মৃত্যু প্রসঙ্গে লিখেছেন, “সম্পূর্ণ হতবাক | গত মাসেই তাঁর সঙ্গে প্রথমবার দেখা হয়ে মনে হয়েছিল যে, যেন আমরা একে অপরকে বছরের পর বছর ধরে চিনি | আমাদের বকবক কিছুতেই থামে না | গুলজার সাহেবের প্রতি তাঁর ভালবাসা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম | বিদায়, আমার নতুন বন্ধু, তোমাকে মিস করব, তোমার সঙ্গে সঙ্গীত এবং সিনেমা নিয়ে আরও কথা বাকি রয়ে গেল|”মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন কেকে | জানা গেছে, অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি | সঙ্গে সঙ্গেই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন | চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর | তবে আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| কেকে-র মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *