নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের ইন্দ্রপতন | প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথ| কলকাতার বুকেই মারা গেলেন জনপ্রিয় গায়ক |কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গাইতে এসেছিলেন তিনি | আচমকাই অসুস্থ হয়ে পড়েন | হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়| মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত শিল্পীর | ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস| বলিউডের এহেন ভার্সেটাইল সিঙ্গারের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল |
গতকাল নজরুল মঞ্চে বেহালা বিবেকানন্দ কলেজের অনুষ্ঠান ছিল, সেখানে গান গেয়েছিলেন কেকে| মঙ্গলবার উল্টোডাঙার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে এসেছিলেন কেকে | সেখানে জমজমাট পারফর্ম করেন তিনি | সেই সময় অসংখ্য ছাত্রছাত্রী কেকের গানে গলা মেলাচ্ছেন | ইনস্টাগ্রামে সেই শো-এর ছবিও পোস্ট করেন কেকে। লিখেছিলেন, ‘নজরুল মঞ্চে আজ জমজমাট অনুষ্ঠান, বিবেকানন্দ কলেজ, সবাইকে অনেক ভালোবাসা |’ আর এ সবের কিছুক্ষণ পরেই সব শেষ| সাড়ে আটটা নাগাদ শো শেষ করে গ্র্যান্ড হোটেলে ফিরে যান গায়ক |প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান শুরুর পর থেকেই খানিক অস্বস্তি বোধ করছিলেন কেকে | মঞ্চের স্পটলাইট বন্ধ করতে বলছিলেন | গান শেষ হলেই ব্যাকস্টেজে চলে যাচ্ছিলেন | অস্বস্তি অনুভব করছিলেন | বার বার ঘাম মুছছিলেন | পুলিশ সূত্রে খবর, হোটেলে গিয়ে অসুস্থ বোধ করেন কেকে সেখান থেকে তাঁকে সিএমআরআই-তে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় | মঞ্চে শেষ গেয়েছেন, ‘পল, ইয়ে হ্যায় পেয়ার কে পল’ | ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় কেকের একক অ্যালবাম ‘পল’ | প্রথম অ্যালবামেই বিপুল জনপ্রিয়তা পান কে কে। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে | ওই বছরই ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘তরপ তরপ’ গানটি তাঁর পায়ের তলার মাটি শক্ত করে দেয় বলিউডে | যদিও তাঁর ২ বছর আগে, অর্থাৎ ১৯৯৭ সালেই এ আর রহমানের হাত ধরে প্রথম প্লে ব্যাকে সুযোগ পান তিনি| পরবর্তী সময়ে হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রচুর গান গেয়েছেন কেকে | সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কেকের টিউনিং বিশেষভাবে পছন্দ ছিল শ্রোতাদের|’তরপ তরপ’, ‘বরদাস্ত নেহি কর সকতা’, ‘দশ বহানে’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘খুদা জানে’র মতো হিট গানগুলির জন্য মোট ৫ বার বেস্ট মেল প্লে ব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে কে | এছাড়াও স্ক্রিন অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড-সহ প্রচুর পুরস্কার রয়েছে বিখ্যাত এই সিঙ্গারের ঝুলিতে | গায়কের হঠাৎ মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে কাতর বিনোদন মহল | জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলীর কথায়, একদম ফিট ছিলেন তিনি, মৃত্যুর কোনও কারণই নেই | এমনকী সব সময়েই এরকম ফিটেড থাকতেন গায়ক |