Breaking News

রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট রবীন্দ্র সদনে, কেকে-কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!বিকাল ৫.১৫ বিমানে মুম্বই যাচ্ছে দেহ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবীন্দ্রসদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথকে |

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানান, মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ |ছিলেন পরিবারের আরও দুই সদস্য | শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানোনো হয় শিল্পীকে | চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়েছিল ভিড় | প্রথম দমদম বিমানবন্দরে গান স্যালুট দেওয়ার কথা উঠলেও পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে কেকে-কে | সমস্ত বিখ্যাত শিল্পীদের এই রবীন্দ্রসদনেই গান স্যালুট দেওয়া হয় | সেই মতোই কেকে-কেও রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হল | স্ত্রী জ্যোতিকৃষ্ণ ও ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

সঙ্গীতশিল্পী কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব | স্বামী যে বাড়ি ফিরবে তা ভাবতেই পারছেন না স্ত্রী জ্যোতিকৃষ্ণ | মৃত্যুসংবাদ পেয়েই স্বামীর নিথর দেহটা ফিরিয়ে নিয়ে যেতে বুধবার কলকাতায় পৌঁছেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ ও ছেলে নকুল মেয়ে তামারাকে রেখে ছেলে নকুলকে নিয়েই কলকাতায় এসেছেন কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ| এইভাবে যে তাকে অলবিদা জানাতে হবে তা ভাবতেই পারছেন না স্ত্রী-পুত্র-পরিবারের কেউই| কেকে-র প্রয়াণে তার এতটাই শোকাহত যে সংবাদমাধ্যমকে একটা কথারও জবাব দেননি প্রয়াত গায়কের পরিবার| রবীন্দ্র সদন থেকে পৌনে তিনটে নাগাদ বের করা হল সংগীতশিল্পী কেকে-র নিথর দেহ| এরপর সেটি নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানন্দরের উদ্দেশ্যে | সেখান থেকে বিকেল ৫টা ১৫ মিনিটের বিশেষ বিমানে দেহ নিয়ে যাওয়া হবে মুম্বইতে | মুম্বইয়ে হবে কেকে-র শেষকৃত্য | কেকে-র মৃত্যুসংবাদ পাওয়ার পর এ দিন সকালে ট্যুইট করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী | প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি | কেকে-র মৃত্যর সংবাদ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস| এসএসকেএম হাসপাতালেও ময়নাতদন্ত প্রক্রিয়া চলাকালীন হাজির ছিলেন মন্ত্রী | কেকে-র দেহ ফিরিয়ে নিয়ে যেতে শিল্পীর পরিবার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হয় রাজ্য সরকারের তরফে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *