Breaking News

এসএসসি মামলার বেঞ্চ বদলের প্রথম দিনেই আরও একজনকে বরখাস্ত করার নির্দেশ বিচারপতির,গণিত শিক্ষকের চাকরি বাতিল আদালতের !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি মামলার বেঞ্চ বদলের পর প্রথম দিনেই বেআইনিভাবে নিয়োগের দায়ে এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা | সোমবার আদালতের কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জারি হয় এই নির্দেশ | সিদ্দিক গাজি নামে এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে আদালত | সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাটি উঠেছিল | তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক নির্দেশ দেন, গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে | বুধবার ফের এই মামলার শুনানি | আবারও চাকরি গেল এক শিক্ষকের, নাম তাঁর সিদ্দিক গাজি | তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন | কিন্তু তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনুপ গুপ্ত | তাঁর অভিযোগ ছিল, ছিল মেধাতালিকার ২০০ নম্বরে নাম থেকেও তিনি চাকরি পাননি | কিন্তু ২৭৫ নম্বরে নাম থাকা সিদ্দিক গাজি চাকরি পেয়ে গিয়েছেন | কীভাবে এটা সম্ভব হল! এই মামলাটি আগেই উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে | কিন্তু এদিন সেই মামলাই পাঠানো হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে | আর সেই মামলার শুনানির শেষেই বিচারপতি রাজশেখর মান্থা সিদ্দিক গাজির চাকরি বাতিল করে দেন | রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি এই কারণেই বাতিল করেছিল আদালত | সেই ঘটনার পরে সিদ্দিক গাজি দ্বিতীয় কেউ যার চাকরি কাড়ল কলকাতা হাইকোর্ট | তবে ক’দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে, সে বিষয়ে এখনও আদালত স্পষ্ট করে কিছু জানায়নি | বুধবার, ৮ তারিখ ফের এই মামলার শুনানি | ইতিমধ্যেই এসএসসির কাছ থেকে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে, তা আরও ভালভাবে খতিয়ে দেখে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *