প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার সকালে ভয়াবহ বাস দূর্ঘটনা হাওড়া ব্রিজে দুমড়ে-মুচড়ে গেল বাস | পুলিশ সূত্রে জানা গেছে ২৪বি ও ৫৯ নম্বর রুটের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় | ঘটনাটি হাওড়া ব্রিজের ৭ ও ৮ নম্বর পিলারে মাঝের জায়গায় হয়েছে বলে জানা গিয়েছে |এই ঘটনায় গুরুতর জখম অন্তত ১০ জন | ঘটনার জেরে হাওড়া ব্রিজে তৈরি হয়েছে যানজট | স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীর | বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া ব্রিজের উপর | অফিস টাইম হওয়ায় দুটি বাসেই অনেক যাত্রী ছিলেন | মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি বাস মিলিয়ে মোট ১০ জন যাত্রী জখম হন,পাশাপাশি দুটি বাসের চালকরাও জখম হন | দুর্ঘটনার জেরে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায় | তার জেরে শিয়ালদহ থেকে হাওড়াগামী বাসের চালক কেবিনে বেশ কিছু ক্ষণ আটকে পড়েন | ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরানো হয় | আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে | তবে দুটি বাসেরই চালকের অবস্থা আশঙ্কাজনক| অফিস টাইমে দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজের উপর যানজট দেখা দেয় | যদিও কিছুক্ষণ পরে সেই পরিস্থিতি আয়ত্তে আসে | স্বস্তির বিষয় একটাই কারোর প্রাণহানি ঘটেনি এই দূর্ঘটনা | যেহেতু অফিস টাইম ছিল তাই আরও বড় ঘটনা ঘটতে পারত | দূর্ঘটনার খবর পাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ | স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, তৈরি হয় উত্তেজনা | তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | গতি বেশি থাকার কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে |