Breaking News

ফাঁকা করা হচ্ছে নব মহাকরণ!নব মহাকরণে এবার বসবে আদালত,সেখান থেকে সরানো হচ্ছে সরকারি দফতর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার থেকে নব মহাকরণে বসবে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট-সহ একাধিক আদালত | আর সেই কারণে এই ভবনে থাকা একাধিক সরকারি দফতর সরানো হচ্ছে,এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে | ইতিমধ্যে সরকারি দফতর সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর | বাম জমানায় রাজ্যের প্রায় সমস্ত সরকারি দফতর বসত লালদিঘীর পাড়ে মহাকরণ বা রাইটার্স বিল্ডিংয়ে | কিন্তু স্থান অপরিসর হওয়ায় সরকারি কাজে বেশ অসুবিধা হত | সেই সমস্যা সমাধানের জন্য গঙ্গার পাড়ে তৈরি হয় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং | সেখানে এক থেকে সাততলা পর্যন্ত বসত একাধিক দফতরের কর্মীরা | কিন্তু এবার তাঁদের ঠিকানা বদলের পালা | আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরকে অন্যত্র পাঠানো হচ্ছে | ফাঁকা করা হচ্ছে এক থেকে সাততলা, যার আয়তন প্রায় ৫০ হাজার বর্গ ফুটের মতো | তবে এই দফতরগুলিকে সরিয়ে ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত ঠিকানা ঠিক হয়নি | অন্যদিকে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট-সহ একাধিক আদালতের আরও জায়গা প্রয়োজন | আর সেই কারণে আদালতগুলিকে স্থানান্তরিত করে নিয়ে আসা হবে নব মহাকরণে | উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেন | প্রধান বিচারপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর | ইতিমধ্যে আদালতগুলি স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার | নব মহাকরণের একতলা থেকে ছ’তলা পর্যন্ত থাকা সরকারি দফতরগুলির সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *