দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রেফতারির পরই শারীরিক অসুস্থতা। আর তার জেরেই আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করল ইডি | শনিবার বিকেলে পার্থবাবুকে ২ দিনে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত | এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়ে আদালতের কাছে চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান মন্ত্রীর আইনজীবীরা | সন্ধেয় ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বহিনীর ঘেরাটোপে ব্যাঙ্কশাল কোর্ট থেকে এসএসকেএম-এ গিয়ে নামেন পার্থ চট্টোপাধ্যায় | তাঁর জন্য আনা হয় হুইল চেয়ার | সেই চেয়ারে চড়েই তিনি ইমার্জেন্সি বিভাগে যান | সেখান থেকেই ঠিক করা হবে তাঁকে হাসপাতালের কোন বিভাগে ভর্তি করা হবে | বুকে ব্যথা রয়েছে বলে জানা যাচ্ছে | গত ২৪ ঘণ্টায় তাঁর দুবার চেকআপ করা হয়েছে | সূত্রের খবর, পার্থর এসএসকেএমে আসার খবরের পরই উডবার্ন ওয়ার্জের ১০৩ নম্বর ঘরটি তৈরি রাখা হয়েছে | তবে আপাতত তাঁকে রাখা হয়েছে কার্ডিওলডির আইসিসিইউয়ের ১৮ নম্বর বেডে | রক্ত সহ একাধিক পরীক্ষা হচ্ছে তার |
তবে আপাতত তাঁকে রাখা হয়েছে কার্ডিওলডির আইসিসিইউয়ের ১৮ নম্বর বেডে | রক্ত সহ একাধিক পরীক্ষা হচ্ছে তার | বর্তমানে চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় | সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী| উল্লেখ্য, এসএসসি দুর্নীতির তদন্তে টানা ২৭ ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে | পাশাপাশি তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও অভিযোগন চালায় ইডি | সেখান থেকে উদ্ধার হয ২১ কোটি টাকা ও বিপুল টাকার গহনা ও বিদেশি মূদ্রা | অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি |